ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ জুলাই। ৪ জুলাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, ক্লাবের সদস্যপদ নবায়নের শেষ দিন আজ (১০ জুলাই)। একই দিন খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপত্তি ও শুনানি, ১৩ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, পরদিন মনোনয়নপত্র বিক্রি, ১৫ জুলাই মনোনয়নপত্র দাখিল, পরদিন বাছাই, ১৭ জুলাই প্রত্যাহার, পরদিন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২২ জুলাই মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। এ তথ্য জানান ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি কাজী লিটন। বিচ্ছিন্নভাবে প্রার্থীরা নির্বাচনে দাঁড়লেও শেষ পর্যন্ত একটি প্যানেল হতে পারে বলে ক্লাব সূত্রে জানা গেছে। এদিকে প্রিমিয়ার ফুটবল প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে ভালো মানের দল গঠন করছে বলে জানান ওয়ান্ডারার্সের সহ-সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ। তার কথায়, 'সামনেই নির্বাচন। নতুন কমিটির চ্যালেঞ্জ হবে প্রিমিয়ার লিগে ক্লাবকে ভালো ফল এনে দেওয়া। দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সুযোগকে কাজে লাগাতে আমরা ইতোমধ্যে কোচ সাইফুর রহমান মনিকে নিয়োগ দিয়েছি। তার তত্ত্ব্বাবধানে দেশি ও বিদেশিদের অংশগ্রহণে শক্তিশালী ও ভালো মানের দল গঠন করছি।'