টি২০ বিশ্বকাপের পর লম্বা ছুটি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই টাইগারদের। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন নাজমুল শান্তরা। সেই সিরিজের জন্য সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২১ আগস্ট। পরের ম্যাচটি করাচিতে। ৩০ আগস্ট শুরু হয়ে ৩ সেপ্টেম্বর শেষ হবে এই ম্যাচ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আসন্ন এই মাসের শুরুতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ 'এ' দলও। দুইবারই দেশটিতে যেতে পারেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে মুশফিক ও মুমিনুলের পাকিস্তান যাওয়া নিশ্চিত। সুযোগ রয়েছে 'এ' দলের হয়েও পাকিস্তান সফর করার। বিষয়টি জাতীয় দলের এই অভিজ্ঞ দুই ক্রিকেটারের ওপর ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্টরা।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি২০ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরা জাতীয় দলের ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। প্রায় দুই সপ্তাহের ছুটি শেষে শিগগিরই মাঠে ফিরবেন তারা। বেশ কয়েকজন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও তারাও শিগগিরই ক্যাম্পে যোগ দেবেন।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে এবং ৩০ আগস্ট করাচিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।
পাকিস্তান অ্যাসাইনমেন্ট শেষে ভারতের মাটিতে দুই টেস্ট, ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টও আছে বাংলাদেশের। মধ্যে দক্ষিণ আফ্রিকাকে আতিথেয়তা দেবে টাইগাররা। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের আট টেস্ট খেলবে মুশফিক, মুমিনুলরা।
এদিকে 'এ' দল গঠন করে আগস্টের শুরুতে পাকিস্তান পাঠাবে বিসিবি। সেখানে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ম্যাচ খেলতে যাবে 'এ' দল। শুরুতেই থাকবে চার দিনের ম্যাচ। সেখানেই যেতে পারেন মুশফিক ও মুমিনুল।
তবে তারা খেলবেন কিনা সিদ্ধান্তটা তাদের ওপর ছেড়ে দিয়েছেন সংশ্লিষ্টরা। দুই অভিজ্ঞ ক্রিকেটার যদি মনে করেন চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ এবং ব্যক্তিগত অনুশীলন পাকিস্তান সফরের টেস্ট প্রস্তুতিতে যথেষ্ট তাহলে 'এ' দলের হয়ে সফরে যাবেন না।