পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়াল নেদারল্যান্ডস। সঙ্গে প্রতিপক্ষের ভুলও তাদের পক্ষে গেল। আসরে চমক জাগানো তুরস্ক কঠিন চ্যালেঞ্জ জানালেও পেল না আর জালের দেখা। ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে ফের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল ডাচ্রা।
১৯৮৮ সালের চ্যাম্পিয়নরা সবশেষ এই প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলেছিল ২০০৪ আসরে। দীর্ঘ অপেক্ষা শেষে সেই মঞ্চে পা রাখতে পারল না তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার ইংল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস।
বার্লিনে শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রোনাল্ড কোম্যানের দল নেদারল্যান্ডস। সামেত আকাইদিনের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন স্টেফান ডা ভ্রেই। কিছুক্ষণ পরই আত্মঘাতী গোল করে পিছিয়ে পড়ে তুরস্ক, সেটাই গড়ে দেয় ব্যবধান।
ইউরোপের সেরা প্রতিযোগিতায় তুরস্কের সেরা সাফল্য ২০০৮ আসরে সেমিফাইনালে ওঠা। চমক জাগানো পারফরম্যান্স দেখিয়ে সেই অর্জনকে ছোঁয়ার স্বপ্ন দেখছিল তারা, কিন্তু আশা জাগিয়েও পারল না দলটি। প্রথম আধ ঘণ্টায় কোনো দলই সেভাবে কারও ওপর চাপ তৈরি করতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নেওয়ার মতো কিছু করতে পারেনি কেউ।
এরপর বেশ কিছুক্ষণ ধরে টানা কয়েকটি ব্যর্থ আক্রমণ করে তুরস্ক এবং সেই ধারায় ৩৫ মিনিটে লক্ষ্যে প্রথম প্রচেষ্টাতেই এগিয়ে যায় তারা। ডান দিক থেকে আর্দা গিলেরের দারুণ ক্রস বক্সে পেয়ে হেডে গোলটি করেন ডিফেন্ডার আকাইদিন। দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটে দুইবার প্রতিপক্ষের বক্সে ভীতি ছড়ায় নেদারল্যান্ডস। কোনোবারই অবশ্য গোলের জন্য শট নিতে পারেনি তারা।