শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ব্রাজিলকে বিদায় করে সেমিতে উরুগুয়ে

ক্রীড়া ডেস্ক
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
টাইব্রেকারে ব্রাজিলকে হারানোর পর উরুগুয়ের খেলোয়াড়দের উচ্ছ্বাস -ওয়েবসাইট

পুরো ৯০ মিনিট জুড়ে দর্শকের জন্য উপভোগ্য ফুটবল উপহার দিতে পারল না কোনো দলই। একের পর এক ফাউলে বারবার থমকে গেল খেলা। মেরে খেলার স্রোতে রদ্রিগোকে মারাত্মক ফাউল করে ডিফেন্ডার নান্দেজ লাল কার্ড পাওয়ায় শেষের ১৫ মিনিট একজন কম নিয়ে খেলতে হয়েছে উরুগুয়েকে। তবুও সুযোগ কাজে লাগাতে পারেনি দরিভাল জুনিয়রের দল ব্রাজিল। পরে আর পেরে উঠেনি টাইব্রেকারের স্নায়ু চাপে।

কোপা আমেরিকার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ড্র থাকে মূল ম্যাচ। পরে লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারায় মার্সেলো বিয়েলসার দল উরুগুয়ে। ২০১১ সালে সবশেষ শিরোপা জেতার চার আসর পর আবার শেষ চারের টিকিট পেল রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ীরা। আর কোয়ার্টার ফাইনালেই থেমে গেল গত দুই আসরের ফাইনালিস্ট ব্রাজিলের যাত্রা।

টাইব্রেকারে উরুগুয়ের হয়ে প্রথম শটে গোল করেন ফেদরিকো ভালভার্দে। তবে তার রিয়াল মাদ্রিদ সতীর্থ এদের মিলাতেও হতাশ করেন ব্রাজিলকে। উরুগুয়ের গোলরক্ষক রচেট ফিরিয়ে তার দেন শট। বেন্টেকার, আরাকাস্টাও গোল করেন উরুগুয়ের পেনাল্টি শু্যট আউটে। ব্রাজিলের গাব্রিয়েল মার্তিনেলিস্ন ও আন্দ্রেস পেরেইরা বল জালে জড়ালেও বারে মেরে দলকে ডুবান ডগলাস লুইস। এরপর অ্যালিসন বেকার গিমিনেজের শট ঠেকিয়ে ব্রাজিলকে কিছুটা আশা দিয়েছিলেন কিন্তু ম্যানুয়াল উগার্তে কোনো ভুল করেননি শেষ শটে। আগামী ১১ জুলাই সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে।

নেভাদার অ্যালিজেন্ট স্টেডিয়ামে দুই দলের লড়াইয়ে উত্তেজনার পারদ ছিল শীর্ষে। মাঠের খেলার চেয়ে শরীর নির্ভর খেলাতেই দাপট দেখিয়েছে বেশি। তাতে ছিল তুমুল ঝাঁজ! ফলে গোলমুখে বুদ্ধিদীপ্ত সেই লড়াইয়ের ঝলকটা দেখা যায়নি। দুই দল মিলে ৪১টি ফাউলের ঘটনা ঘটিয়েছে। যা টুর্নামেন্টের সর্বোচ্চও! ব্রাজিল বল দখলে এগিয়ে থাকলেও সবচেয়ে সুবর্ণ সুযোগটি মিস করেছেন উরুগুয়ের ডারউইন নুনেজ। ক্লোজ রেঞ্জে থেকে হেড মিস করেছেন। তাছাড়া প্রথমার্ধের শেষ দিকে সুবর্ণ সুযোগ মিস করেছে ব্রাজিলও। প্রতি আক্রমণে রাফিনহা দৌড়ে বক্সের কাছে চলে গিয়েছিলেন। কিন্তু উরুগুয়ের গোলকিপার কাছে এসে রুখে দেন তার শট।

দুই দল সুযোগ তৈরি করতে পারলেও জাল কাঁপাতে পারেনি কোনো দল। তবে ৩২ মিনিটে বড় ধাক্কা খায় উরুগুয়ে। ইনজুরি আক্রান্ত হন দলটির সেন্টার ব্যাক রোনাল্ড আরাউহো। ভীষণ ব্যথা নিয়ে ৩৪ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে যান তিনি। আর ৭৪ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। রদ্রিগোর ওপর কড়া চ্যালেঞ্জের মাশুল দিতে হয় নান্দেজকে। রেফারি শুরুতে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ভার রিভিউর পর বদলে যায় সিদ্ধান্ত। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। সেই সুযোগটিও ব্রাজিল কাজে লাগাতে পারেনি। তাতে স্কোর গোলশূন্য থাকায় ম্যাচ সরাসরি গড়ায় টাইব্রেকারে। যেখানে স্বপ্নভঙ্গ হয় শিরোপা পুনরুদ্ধার করতে আসা ব্রাজিলের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে