বাংলাদেশ দলে খুব বেশি আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই : সাইফউদ্দিন
প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
কিছুটা নির্মম হলেও সত্যি, বাংলাদেশ জাতীয় দলে ফিরতে খুব ভালো পারফর্ম না করলেও চলে! প্রতিদ্বন্দ্বীদের ব্যর্থতাতেই সুযোগ মিলে নিয়মিত। টি২০ বিশ্বকাপের আগে টানা ব্যর্থতার মধ্যে থাকা লিটন দাস টিকে গিয়েছিলেন ওই এক কারণেই। বিকল্প নেই! আর এমন কারণেই আবারও জাতীয় দলে খেলার সুযোগ পাবেন, সেই বিশ্বাস রাখেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
দীর্ঘদিন ইনজুরিতে ভোগার পর গত বিপিএল দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ টুর্নামেন্টে পারফর্ম করে জায়গা করে নিয়েছিলেন জাতীয় দলেও। তবে জিম্বাবুয়ে সিরিজের পর আবারও বাদ পড়েন দল থেকে।
সদ্য-সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা হয়নি সাইফউদ্দিনের। বিপিএলে অসাধারণ পারফর্ম করার পরেও তিনি জায়গা না পাওয়ায় অবাক হয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই। তবে সেটা নিয়ে এখন আর আক্ষেপ নেই সাইফউদ্দিনের।
রোববার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সঙ্গে ইউজড টু হয়ে গিয়েছি। এ জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি, যখনই সুযোগ পাই, ভালো খেলার চেষ্টা করি। প্র্যাকটিসের ওপরই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসঙ্গে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদপড়া ইসু্য নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যাঘাত ঘটে এ জন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।'
দলে ফেরার প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিন একটি অপ্রিয় সত্য তুলে ধরেছেন সাইফউদ্দিন। এই অলরাউন্ডারের মতে, বাংলাদেশ দলে খুব বেশি আন্তর্জাতিক মানের খেলোয়াড় নেই। তাই দলে ফেরার জন্য ভালো করার চেয়ে ফিট থাকা বেশি জরুরি বলে মনে করেন তিনি। ফিট থাকলে এক সময় সুযোগ আসবে, এমনটাই বিশ্বাস টাইগার অলরাউন্ডারের।
সাইফউদ্দিন বলেন, 'সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের ২০-২৫ জনের বাইরে, ওরকম পেস্নয়ার নেই। আমি যদি ফিট থাকি, সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কমসংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০-২৫ জন যতটুকু আমি মনে করি।'
সর্বশেষ টি২০ বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফউদ্দিনের থাকা প্রায় নিশ্চিতই ভাবা হচ্ছিল। তবে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের পারফরম্যান্স বিবেচনা করে শেষ মুহূর্তে মত বদলে যায় বিসিবির নির্বাচকদের। যে কারণে টাইগারদের বিশ্বকাপ দলে জায়গা করে নেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আর বিশ্বকাপে সুযোগ পেয়েই আস্থার প্রতিদান দিয়েছেন তানজিম।
৭ ম্যাচে সাকিব শিকার করেন ১৪ উইকেট। বিশ্বকাপ শেষে তরুণ এই পেসারকে নিয়ে সাইফউদ্দিন বলেন, 'দেখুন কম্পিটিশনের তো শেষ নেই ভালোর ওপর তো ভালো আছে। চেষ্টা করব, আরও ভালো করার অবশ্যই আমি তাকে এপ্রিশিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে।'
'আমার সে কলিগ আবাহনীতে আমরা একসঙ্গে খেলেছি। আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে- এটার জন্য খুব বেশি চিন্তা না করে কীভাবে আরও বেটার কিছু করা যায়, সেদিকে চেষ্টা করব। প্রত্যেকটি ক্রিকেটারের দিন যায় ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।'- যোগ করেন সাইফউদ্দিন।
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সাইফউদ্দিন বলেন, 'না অবশ্যই ভালো খেলেছে, যদিও আরও ভালো খেললে আরও ভালো লাগতো। এরপরও ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনাল খেলার ভালো সুযোগও ছিল হয়ত বা হয়নি। এরপরও ওদের চেষ্টাকে আমি এপ্রিশিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগেই।'
ভারতের শিরোপা উদযাপন দেখে সাইফউদ্দিন বলেন, 'যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করেছে বিশ্বকাপ জয়ের পর এগুলো দেখলে তো গায়ের লোম দাঁড়িয়ে যায়। অবশ্যই ইনশাআলস্নাহ আমরাও মাঝেমধ্যে চিন্তা করি, কবে এ রকম চ্যাম্পিয়ন হব দেশের মানুষের সঙ্গে এ রকম উদযাপন করব, তো এটা আসলে চিন্তা করি। মানুষ তার স্বপ্ন দেখতে দোষ নেই আমরাও দেখি।'