শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
সংবাদ সংক্ষেপ

এশিয়া কাপের মঞ্চে আম্পায়ার জেসি

ক্রীড়া প্রতিবেদক
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
এশিয়া কাপের মঞ্চে আম্পায়ার জেসি

স্বপ্ন পূরণের পথে দ্রম্নত গতিতে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। আগামী বিপিএলে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে। এর মাঝেই আরও একটি সুখবর পেলেন তিনি। চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়া কাপে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেয়েছেন জেসি।

বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার বর্তমানে পুরোদমে ব্যস্ত আম্পায়ারিং নিয়ে। জেসি এখন পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক টি২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন, যেখানে অনফিল্ড আম্পায়ার ছিলেন ১০টি ম্যাচে, ৩টি ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করেছেন লালমনিরহাটের মেয়ে জেসি। এবারের মিশন নারী এশিয়া কাপ। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের যাত্রা খুব বেশি দিনের নয়। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো দুই নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বিসিবি। এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তাদেও আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে পাঁচ বাংলাদেশি নারীকে যুক্ত করে।

তাদের মধ্যে চারজন দেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার এবং চম্পা চাকমা। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন। এই খবরও এসেছিল গত মার্চে, এবার প্রথমবার এশিয়া কাপের মতো টুর্নামেন্টে দায়িত্ব পেলেন জেসি।

পোস্টে জেসি লিখেছেন, 'আলহামদুলিলস্নাহ' স্বপ্ন সত্যি হলো। নতুন মিশন শ্রীলংকায় হতে যাওয়া নারী এশিয়া কাপ ২০২৪। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে এশিয়া কাপে আম্পায়ারিং করার জন্য বেছে নিয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন।'

এ বছর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। তার আগে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াই বসছে শ্রীলংকায়। সাবেক এশিয়া চ্যাম্পিয়ন বাংলাদেশের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ বছর এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে