স্বাগতিক হওয়ার সুবাদে এবারের ইউরোতে হট ফেভারিট ছিল জার্মানি। একে একে গ্রম্নপ পর্ব ও শেষ ষোলোর বাধা পেরিয়ে মেজর টুর্নামেন্টে হতাশার সময় কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল তারা। কিন্তু কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানির বিপক্ষে দারুণ পারফরম্যান্সে লিড নেওয়ার পর খেই হারিয়ে ফেলল স্পেন।
প্রতিপক্ষের ওপর প্রবল চাপ বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না জার্মানি। বিদায়ের দুয়ারে গিয়ে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নিল স্বাগতিকরা। তবে সেখান থেকে শেষ সময়ে গোল করে জার্মানদের স্তব্ধ করে দিলেন মিকেল মেরিনো। টানা পঞ্চম জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠল স্প্যানিশরা। স্টুটগার্টে শুক্রবার রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জার্মানির বিপক্ষে ২-১ গোলে জিতেছে স্পেন।
রোমাঞ্চ, উত্তেজনা, বিতর্ক ও নাটকীয়তায় ঠাসা লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে দানি ওলমো স্পেনকে এগিয়ে নেওয়ার পর ৮৯তম মিনিটে ফ্লোরিয়ান ভিরৎজের গোলে সমতায় ফেরে জার্মানি। ১১৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মেরিনো। গোলদাতা তিন খেলোয়াড়ই মাঠে নেমেছিলেন বদলি হিসেবে! আগামী মঙ্গলবার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে তিনবারের ইউরো জয়ী স্পেন।
পুরো ম্যাচে ৪৮ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য মোট ১৮টি শট নেয় স্পেন, যার ৬টি লক্ষ্যে ছিল। প্রথমার্ধে গোলের জন্য মাত্র তিনটি শট নেওয়া জার্মানি বাকি সময়ে শট নেয় আরও ২০টি, লক্ষ্যে থাকে সব মিলিয়ে ৫টি। আগের কয়েক ম্যাচের ধারাবাহিকতায় জার্মানির বিপক্ষেও শুরুতে ছড়ি ঘোরায় স্পেন। প্রথম মিনিটেই আক্রমণে ওঠে তারা। নিকো উইলিয়ামসের পাস খুঁজে পায় আলভারো মোরাতাকে। এই ফরোয়ার্ডের পাসে পেদ্রির শট ঠেকান জার্মান গোলরক্ষক মানুয়েল নয়ার।
২১ মিনিটে প্রথমবার স্পেন গোলরক্ষকের পরীক্ষা নিতে পারে জার্মানি। যদিও কাই হাভার্টজের হেড ঠেকাতে খুব একটা সমস্যা হয়নি উনাই সিমনের। ম্যাচের ৫১ মিনিটে 'ডেডলক' ভাঙেন পেদ্রির বদলি নামা ওলমো। বক্সে ঢুকে দারুণ পাস দেন ইয়ামাল, ছুটে গিয়ে প্রথম স্পর্শে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন লিপজিগ ফরোয়ার্ড ওলমো। ৭৭ মিনিটে স্বাগতিকদের সামনে বাধ সাদে পোস্ট। ডান দিক থেকে সতীর্থের পাস পেয়ে বক্সে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলেও শট নেন ফুয়েলখুগ, গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল পোস্টে লাগে।
বিদায়ের ক্ষণ যখন ঘনিয়ে আসছিল, তখনই নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে সমতার স্বস্তি ফেরে স্বাগতিক জার্মান শিবিরে।