শেষ চারের লক্ষ্যে তুরস্কের বিপক্ষে ডাচদের মূল ভরসা গাকপো
প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
উঠতি তারকা কোডি গাকপো ক্লাব মৌসুমে নিজেকে মেলে ধরতে না পারলেও নেদারল্যান্ডস জাতীয় দলে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে প্রমাণিত হয়েছে। যে কারণে তুরস্কের বিপক্ষে আজ শনিবার রাতে বার্লিনে ইউরো ২০২৪-র কোয়ার্টার ফাইনালে এই ফরোয়ার্ড ডাচদের জন্য অন্যতম আস্থার
নাম হয়ে উঠেছেন।
১৯৮৮ সালে প্রথম ও একমাত্র ইউরো শিরোপা জয় করেছিল নেদারল্যান্ডস। আর ওই দলে ছিলেন বর্তমান কোচ রোনাল্ড কোম্যান, রুড গুলিত, ফ্রাঙ্ক রাইকার্ড ও মার্কো ফন বাস্তেনের মতো দুর্দান্ত প্রতিভাবান খেলোয়াড়রা। বর্তমান ডাচ দলে হয়তো সেই মানের প্রতিভা নেই। কিন্তু লিভারপুলের ২৫ বছর বয়সি লেফট উইঙ্গার গাকপো এবারের আসরে তিন গোল করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। নেদারল্যান্ডসের সাবেকদের মুখেও শোনা গেছেন গাকপো বন্দনা। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার পিয়েরে ফন হুইডঙ্ক ডাচ চ্যানেল এনওএসে বলেছেন, 'গাকপো আমাদের তারকা।'
অ্যানফিল্ডে মোহাম্মদ সালাহর কারণে কিছুটা পিছিয়ে থাকায় গাকপোর সামনে সুযোগ ছিল জার্মানিতে নিজেকে প্রমাণের। লিভারপুলে তার খেলাও ধারাবাহিক ছিল না। জাতীয় দলের এই ফরোয়ার্ডের ১২ গোলের ছয়টি এসেছে বড় টুর্নামেন্টে, যার মধ্যে তিনটি আবার দুই বছর আগের বিশ্বকাপে। বড় আসরে আর একটি গোল করতে পারলে সতীর্থ সাবেক তারকা রুড ফন নিস্তেরলয় ও আরিয়েন রোবেনকে স্পর্শ করবেন গাকপো।
রোমানিয়াকে শেষ ষোলতে ৩-০ গোলে হারানোর পর কোম্যান বলেছিলেন, 'সে একজন অসাধারণ খেলোয়াড়। বল নিয়ে তার অসাধারণ প্রতিভা আমাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। দলের জন্য গাকপো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার মধ্যে বিশেষ কিছু গুণ রয়েছে। সৌভাগ্যবশত সে আমাদের দলের মধ্যে সবসময়ই পার্থক্য গড়ে দিচ্ছে।'