শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

জিমিকে ১২ ম্যাচ নিষিদ্ধের পেছনে অদ্ভুত কারণ দেখিয়েছে বাহফে

ক্রীড়া প্রতিবেদক
  ০৬ জুলাই ২০২৪, ০০:০০
জিমিকে ১২ ম্যাচ নিষিদ্ধের পেছনে অদ্ভুত কারণ দেখিয়েছে বাহফে

প্রিমিয়ার হকি লিগ শেষে এবার নজিরবিহীনভাবে ৩১ জন কোচ ও খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। গত ২৫ মে হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এমন শাস্তি আরোপ করা হয়। তবে এক মাসের বেশি সময় পরে শাস্তিপ্রাপ্তদের অনেকের কাছে শুধু হোয়াটসঅ্যাপে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে ১২ ম্যাচ নিষিদ্ধের পেছনে অদ্ভুত কারণ দেখানো হয়েছে।

হকি ফেডারেশন থেকে চিঠিতে বলা হয়েছে আবাহনী-মোহামেডান ম্যাচে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় তদন্তে প্রমাণ পাওয়ায় জিমিকে ১২  ম্যাচ সাসপেন্ড করা হয়েছে। অথচ আগেই তিন হলুদ কার্ডের কারণে জিমি সেই ম্যাচে মাঠেই নামতে পারেননি!

হোয়াটসঅ্যাপে পাওয়া চিঠিতে শাস্তির কারণ দেখে জিমি নিজেই হতবাক। তবে কোনো কথা বলতে চাননি। মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স বলেছেন, 'ওই ম্যাচে জিমি আগেই সাসপেন্ড থাকায় গ্যালারিতে বসে খেলা দেখেছে। সে অপ্রীতিকর ঘটনা ঘটাল কীভাবে? এটা আসলে ষড়যন্ত্র ছাড়া কিছুই না। আমাদেরকে হোয়াটসঅ্যাপে চিঠি দিয়েছে। ক্লাবকে কোনো কিছু দেয়নি, যেন কোনো ডকুমেন্ট না থাকে। তাহলে বুঝুন তারা আসলে কী চায়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে