রোহিতদের দেশে ফেরানো বিমানকে নিয়ে বিতর্ক
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জেতার পর বার্বাডোজে ঘূর্ণিঝড় বেরিলের কারণে আটকা পড়েছিল পুরো ভারত দল। অবশেষে ১০৫ ঘণ্টা পর বিসিসিআইয়ের পাঠানো চার্টার্ড ফ্লাইটে করে দেশে আনা হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তবে সেই বিমানকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে। বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, আমেরিকায় যাওয়া যাত্রীদের রেখেই ভারতীয় দলকে আনতে গিয়েছিল বিমানটি।
ওয়েস্ট ইন্ডিজের কোনও দেশ থেকেই ভারতে সরাসরি বিমান পরিষেবা নেই এয়ার ইন্ডিয়ার। যে বিমানটি ভারতীয় দলকে বার্বাডোজ থেকে নিয়ে এসেছে, সেটি যুক্তরাষ্ট্রের নেয়ার্ক না থেমেই ভারতীয় দলকে নিয়ে এসেছে। সেই বিমানে যে যাত্রীদের ভারতের আসার কথা ছিল, তাদের সংস্থার অন্য বিমানে ব্যবস্থা করে দেয়া হয়।
বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ-র দাবি, নেয়ার্ক থেকে যে যাত্রীদের দিলিস্ন ফেরার কথা ছিল, তাদের অসহায় অবস্থায় রেখে ওই বিমানটি বার্বাডোজে পাঠানো হয়। বিমান সংস্থাটির দাবি, যাত্রীদের আগে থেকেই বিমান বাতিলের বিষয়ে জানানো হয়েছিল। তবে কয়েকজন তা জানতে পারেননি। তারা নির্ধারিত সময়ে বিমানবন্দরে চলে এসেছিলেন। তাদের নেয়ার্ক থেকে সড়কে নিউ ইয়র্কে পৌঁছে এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমান ধরতে হয়। যাত্রীদের সঙ্গে কেন এই কাজ করা হয়েছে, তার কৈফিয়তও চেয়েছে তারা।
এদিকে বিমানবন্দরে ভারতীয় দল আসার পর একদফা বরণ করে নেয়া হয় রোহিত-কোহলিদের। ফুলেল শুভেচ্ছার পাশাপশি কেক কাটেন অধিনায়ক রোহিত শর্মা। এ ছাড়াও বিশ্বকাপজয়ী দলকে নিয়ে ভারতে 'ভিক্টরি প্যারেড' হওয়ার কথা রয়েছে। টুইটারে নিজেই এই ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।