শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আগের অবস্থানেই অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে আগের অবস্থানেই অস্ট্রেলিয়া

আফগানিস্তানে নারীদের অধিকারের বিষয়ে তালেবান সরকারের অবস্থান পরিবর্তন না হলে দেশটির বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলা হবে না বলে আবারও স্পষ্ট জানিয়ে দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি। এই বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বললেন, অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে কোনো এক সময়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবেন তারা।

আফগানিস্তানে নারীদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে-এমন অভিযোগ তুলে দেশটির পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে একাধিকবার দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করলেও তাদের বিপক্ষে বিশ্বকাপে ঠিকই খেলছে অস্ট্রেলিয়া। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয়ের পর পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাওয়াজা বলেন, সিএ-র এমন দ্বিমুখী অবস্থান মোটেও পছন্দ হচ্ছে না তার। আফগানদের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজও খেলা উচিত বলে মনে করেন তিনি।

ম্যাচের পর আফগান অধিনায়ক রাশিদ খানও বারবার অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে