জার্মানির সামনে আত্মবিশ্বাসী স্পেন

প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইউরো চ্যাম্পিয়নশিপে আজ শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে আসরের সবচেয়ে সফল দল স্পেনের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। ইউরোপের দুই ফুটবল পরাশক্তি চতুর্থবারের মতো বৈশ্বিক এই টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। একে অপরকে ছাড়িয়ে যেতে হলে নিজেদের সেরাটা দেয়ার বিকল্প নেই। ঘরের মাঠে জার্মানি বাড়তি সুবিধা পাবে, এটা মানতে নারাজ এখনো পর্যন্ত পয়েন্ট না হারানো স্পেন। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক জার্মানি ও স্পেনের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও সনি টেন ২ বহুল প্রতীক্ষিত এই ম্যাচটির দিকে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। এই ম্যাচে জয়ী দল সেমিফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্সের মধ্যকার বিজয়ী দলের মোকাবিলা করবে। ২০০৮ সালের পর প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তিনটি গ্রম্নপ ম্যাচেই জয়ী স্পেন একমাত্র দল হিসেবে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। শেষ ষোলর ম্যাচে তারা জর্জিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে। ওই দিনের ম্যাচটিতে প্রথম গোল হজম করার পরও দ্বিতীয়ার্ধে জর্জিয়াকে পাত্তাই দেয়নি স্পেন। ম্যাচের ১৮ মিনিট রবিন লি নরমান্ডের ডিফ্লেকটেড হয়ে আত্মঘাতী গোলের লজ্জা পায় স্পেন। পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে খেলতে আসা জর্জিয়া এগিয়ে গিয়ে আরও গতিময় হয়ে ওঠে। এবারের আসরে লা রোজারা এটাই প্রথম গোল হজম করেছে। রদ্রি প্রথমার্ধে সমতা ফেরানোর পর জর্জিয়াকে দ্বিতীয়ার্ধে আর দাঁড়াতেই দেয়নি স্পেন। ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়াম ও ডানি ওলমো প্রত্যেকেই স্কোরশিটে নাম লিখিয়েছেন। এনিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১০ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে স্পেন। লুইস ডি লা ফুয়েন্তের তারুণ্যনির্ভর সাহসী দল আত্মবিশ্বাসী মনোভাব নিয়েই জার্মানির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে। শেষ পাঁচটি ইউরো চ্যাম্পিয়নশিপে এই প্রথম তারা শেষ আটের টিকিট পেয়েছে। এমনকি জার্মানির জসুয়া কিমিচ স্বীকার করেছে এবারের টুর্নামেন্টে সবচেয়ে আকর্ষণীয় দল হলো স্পেন। ফিফা বিশ্বর্ যাংকিংয়ে অষ্টম স্থানে থাকা স্পেন ১৯৮৮ সালের পর জার্মানির বিপক্ষে শেষ ছয়টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচের একটিতেও পরাজিত হয়নি। ছয়টি ম্যাচের তিনটিতে জয় ও তিনটি ড্র হয়েছে। অতি সম্প্রতি ২০২২ বিশ্বকাপের গ্রম্নপেপর্বে এই দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।