নেই জিমি-মিমো, নেই নির্বাচক কমিটি!
ফিফা উইন্ডো কাজে লাগিয়ে উন্নতির পরিকল্পনা বাংলাদেশের
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বিশ্বকাপ স্বপ্ন আগেই শেষ। এখন এশিয়ান কাপের বাছাইপর্বে জামাল ভূঁইয়াদের লড়াই করতে হবে। আগামী বছর থেকে বাছাইপর্ব শুরু হবে। তার আগে চলতি বছর বাকি সময়ে ফাঁকা থাকবে ফিফা উইন্ডো। সেখানে একের পর এক ম্যাচ খেলে নিজেদের এগিয়ে নেওয়ার চেষ্টা লাল-সবুজদের।
বর্তমানে বাংলাদেশেরর্ যাংকিং ১৮৫ নম্বরে। ভুটান, নেপাল কিংবা কম্বোডিয়া তাদের চেয়েও এগিয়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইছে ফিফা উইন্ডোগুলো কাজে লাগিয়ে নিজেদের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশির্ যাংকিংয়েও এগিয়ে যেতে। যেটা এই বছর খুব জরুরি। বিশেষ করে এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রয়ের জন্য বাংলাদেশ আপাতত চারটির মধ্যে শেষ পটে আছে। তাই যে করেই হোক অন্তত তৃতীয় পটে থাকতে পারলে ড্রতে তখন অপেক্ষাকৃত কঠিন দল কম পড়বে। তখন লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়া পথ কিছুটা সহজ হতে পারে।
তাই হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে দল যেন উইন্ডোগুলোতে ভালো ফল করতে পারে সেই চেষ্টায় বাফুফে। আপাতত সেপ্টেম্বর নিয়ে ভাবনা। এ বিষয়ে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, 'আমরা সবসময় চাই দেশের ফুটবল এগিয়ে যাক। জাতীয় দল উন্নতি করুক। সেই চেষ্টা করে যাচ্ছি। এবারও চাইছি বছরের উইন্ডোগুলোতে ঠিকঠাক খেলতে। যেন জাতীয় দল নিজেদের পারফরম্যান্স দেখাতে পারে। আর পারফরম্যান্স ভালো হলে তখন এমিনতেইর্ যাংকিংয়ে উন্নতি হবে।'
এশিয়ান কাপের বাছাইপর্ব নিয়ে রয়েছে বাফুফের ভাবনা। কাজী নাবিলের কথায়, 'আমরা যদি এ বছর ইতিবাচক ফল করতে পারি। তাহলের্ যাংকিংয়ে ভুটান-কম্বোডিয়া ছাড়াও অন্য দলকে ছাড়িয়ে যেতে পারব। এশিয়ান কাপের বাছাইপর্বের ড্রতে আমরা কিছুটা সুবিধাজনক অবস্থায় থাকতে পারব। আপাতত সেপ্টেম্বরের উইন্ডোতে কাদের বিপক্ষে খেলা যায় সেসব নিয়ে কাজ চলছে। আশা করছি, জাতীয় দল ভালো খেলতে পারবে।'