গত মার্চেই তুরস্ককে ৬-১ ব্যবধানে হারিয়ে গোলের মালা পরিয়েছে অস্ট্রিয়া। এই অস্ট্রিয়া এবারের ইউরোতেও চমক দেখাচ্ছিল। পোল্যান্ড, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রম্নপ চ্যাম্পিয়ন হয়ে নাম লেখায় শেষ ষোলোয়। কিন্তু নকআউটে এসে ইতিহাস গড়া এক জয়ে সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছে তুরস্ক। অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল।
এমন রোমাঞ্চ ছড়িয়েছে যে ফুটবল বিশেষজ্ঞদের কাছে চলতি আসরের সেরা ম্যাচের তকমা পেয়েছে দুই দলের লড়াই। তুরস্ক মাত্র ৫৭ সেকেন্ডে গোল করে এগিয়ে গেছে। যা ইউরোর ইতিহাসে দ্রম্নততম দ্বিতীয় গোলের নজির। গোলটি করেছেন মেরিহ দেমিরাল। দ্বিতীয় গোলটিও তারই করা। অস্ট্রিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টায় একটি গোল শোধ দিলেও তাদের ২-১ স্কোরেই থামিয়ে দিয়েছে ভিনসেনজো মন্তেলার দল। ম্যাচের পর মন্তেলা জানালেন, অসাধারণ সেই জয়ের গল্প। কেউ হাল ছাড়ার পক্ষে ছিল না বলেই এমন জয় এসেছে, 'কেউ হাল ছেড়ে দেয়নি। সবাই হৃদয়ের সবটুকু উজাড় করে খেলেছে। হেড কোচের জন্য এমন সব ম্যাচ থাকে, যেখানে দল হৃদয়ের পুরোটা দিতে পারলেই জেতা সম্ভব হয়।'