ইউরো চ্যাম্পিয়নশিপ
বেলজিয়ামকে হতাশ করে শেষ আটে ফ্রান্স
প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ইয়ান ভারটোনগেনের শেষ ভাগের আত্মঘাতী গোলে ফ্রান্স বেলজিয়ামকে ১-০ ব্যবধানে পরাজিত করে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।
ডাসেলডর্ফে দুই দলের মোকাবিলায় ফ্রান্সই আধিপত্য দেখিয়েছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ম্যাচটি প্রায় অতিরিক্ত সময়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে বেলজিয়ামের দুর্ভাগ্যে ভাগ্য খুলে যায় ফ্রান্সের। বদলি খেলোয়াড় রানডাল কোলো মুয়ানির শট বেলজিয়ামের পেনাল্টি এরিয়াতে দুর্ভাগ্যবশত ভারটোনগেনের ডিফ্লেকটেড হয়ে গোলরক্ষক কোয়েন কাস্টিলসকে পরাস্ত করেন। এই গোলে ২০২২ বিশ্বকাপের রানার্সআপরা শেষ আটের টিকিট পায়।
আগামী শুক্রবার হামবুর্গে শেষ আটের ম্যাচে ফ্রান্সের লক্ষ্য থাকবে একটাই তৃতীয়বারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার পথে কীভাবে এগিয়ে যাওয়া যায়। এখনো পর্যন্ত টুর্নামেন্টের চার ম্যাচে পেনাল্টির বাইরে গিয়ে কোনো গোল করতে পারেনি ফ্রান্স। অধিনায়ক কিলিয়ান এমবাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেছিলেন। বাকি দুই গোল এসেছে প্রতিপক্ষ ডিফেন্ডারদের কল্যাণে। তবে ফ্রান্স তাদের রক্ষণভাগ নিয়ে গর্ব করতেই পারে। এখনো পর্যন্ত মাত্র এক গোল হজম করেছে দিদিয়ের দেশ্যমের দল, সেটাও আবার পেনাল্টি থেকে।