শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
কোপা আমেরিকা

উরুগুয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পানামা

ক্রীড়া ডেস্ক
  ০৩ জুলাই ২০২৪, ০০:০০
উরুগুয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনালে পানামা

কোপা আমেরিকায় গ্রম্নপ পর্বেই ছিটকে গেছে যুক্তরাষ্ট্র। কানসাস সিটিতে তাদের ১-০ গোলে হারিয়ে বিদায় দিয়েছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। একই সময় গ্রম্নপ 'সি' এর অন্য ম্যাচে পানামা-বলিভিয়া ম্যাচটিও গড়িয়েছে। সেখানে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রম্নপের দ্বিতীয় দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে পানামা। অথচ যুক্তরাষ্ট্র উরুগুয়েকে হারাতে পারলেই নিশ্চিত ছিল শেষ আট। 

সর্বশেষ ম্যাচে পানামার কাছে অপ্রত্যাশিত ২-১ গোলের হারের পর উরুগুয়ের বিপক্ষে পানামার সমপর্যায়ের কিংবা তাদের চেয়ে ভালো ফলাফল করতে হতো। সেটা তো হয়নি উল্টো নিজেদের ফুটবল ইতিহাসে বাজে নজির গড়েছে। আয়োজক হয়ে এই প্রথমবার গ্রম্নপ পর্বেই তারা বিদায় নিয়েছে। নিজেদের আয়োজন করা আগের আসরে যুক্তরাষ্ট্র সেমিফাইনাল খেলেছে। 

 ম্যাচের একমাত্র গোলটি হয়েছে ৬৬ মিনিটে। মাথিয়াস ওলিভেরার গোলটি জয় নির্ধারণ করলেও এই গোল নিয়ে ছিল বিতর্ক। অফসাইড হয়েছে কিনা সেটি দীর্ঘক্ষণ ভার রিভিউতে দেখার পরই গোলটির বৈধতা মিলেছে। তার পরেও মাঠে গোলটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে