১৪ খেলোয়াড়কে দলভুক্ত
আরও শক্তিশালী দল গড়ছে আবাহনী
প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে আসছে মৌসুমে আরও শক্তিশালী দল গড়তে যাচ্ছে আবাহনী লিমিটেড। সে লক্ষ্যে ভালো মানের স্থানীয় ও বিদেশি খেলোয়াড় দলে নিচ্ছে তারা। এরই মধ্যে স্থানীয় ১৪ জন খেলোয়াড়কে দলভুক্ত করেছে আকাশি-নীল জার্সিধারীরা।
সর্বোচ্চ ৪ জন এসেছে মোহামেডান স্পোর্টিং থেকে। তারা হলেন- দুই ফরোয়ার্ড জাফর ইকবাল ও শাহরিয়ার ইমন এবং দুই ডিফেন্ডার কামরুল ইসলাম ও হাসান মুরাদ। বসুন্ধরা কিংস থেকে এসেছেন ইয়াসিন আরাফাত। শেখ রাসেল থেকে এসেছেন বর্তমানে জাতীয় দলের নাম্বার ওয়ান গোলকিপার মিতুল মারমা। সঙ্গে রয়েছেন শেখ জামাল থেকে একই পজিশনে খেলা মাহফুজ হাসান প্রীতম। একই ক্লাবের ডিফেন্ডার শাকিল হোসেন ও ফরোয়ার্ড সারোয়ার জামান নিপুও আছেন। তাছাড়া অভিজ্ঞ ইয়াসিন খানও এবার আকাশি-নীল জার্সির তাঁবুতে থাকবেন। রয়েছেন শাহিন আহমেদও।
ফর্টিজ থেকে ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ ও ডিফেন্ডার সবুজ হোসেন এবার ধানমন্ডির দলটিতে খেলবেন। পুলিশ ক্লাব থেকে প্রবাসী ফুটবলার মাহাদি ইউসুফ খানও এবার ঐতিহ্যবাহী দলটির জার্সি পরবেন। আগামী ১৯ সেপ্টেম্বর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। এর আগে বাকি স্থানীয় ও বিদেশি খেলোয়াড় নিবন্ধন শেষ করবে দলটি।
নিবন্ধন নিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার কাজী নজরুল ইসলাম বলেছেন, 'আমরা ১৪ জন নতুন খেলোয়াড়কে নিবন্ধন করেছি। অন্যরা পাইপলাইনে আছে। এবার ট্রফি জয়ের লড়াইয়ে আমরা ভালোভাবে থাকতে পারব।'
এবার স্প্যানিশ কোচ মারিও রিভেরাকে ডাগ আউটে দেখা যাবে। আগস্টের শুরু থেকে হবে প্রস্তুতি। মারিও লেমস ও আন্দ্রেস ক্রুসিয়ানির পর স্প্যানিশ কোচ আবাহনীকে শিরোপা এনে দিতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।