অশালীন অঙ্গভঙ্গি করে কী শাস্তি পাবেন বেলিংহ্যাম?

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বেলিংহ্যামের শেষ মুহূর্তের গোলে বেঁচে যায় ইংল্যান্ড। এরপর অতিরিক্ত সময় কেইনের গোলে জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে থ্রি লায়ান্সরা। তবে সেস্নাভাকিয়ার বিপক্ষে বেলিংহ্যামের উদযাপন নিয়ে আলোচনা করছে সবাই। সেস্নাভাকিয়ার বিপক্ষে গোল করে বেঞ্চের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায় বেলিংহ্যামকে। যা তাকে বিপদের মুখে ফেলেছে। সেস্নাভাকিয়ার বিপক্ষে গোল করে যে অশালীন অঙ্গভঙ্গি করেছেন বেলিংহ্যাম, এর পরিপ্রেক্ষিতে এখন তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে উয়েফা। তদন্ত শেষে দোষী প্রমাণিত হলে নিষেধাজ্ঞা কিংবা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন বেলিংহ্যাম। তবে প্রশ্ন উঠতে পারে, এমন কান্ডের জন্য আসলেই কি বেলিংহ্যাম নিষিদ্ধ হবেন? ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনার জন্য বেলিংহামের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা কম। বরং দোষী প্রমাণিত হলে তাকে জরিমানা করা হতে পারে। এদিকে বেলিংহ্যাম এক্স-এ পোস্ট করে বেলিংহ্যাম বলেছেন, 'বিশেষ এই কৌতুকপূর্ণ আচরণ ম্যাচে থাকা আমার কিছু কাছের বন্ধুদের উদ্দেশে করা। আজ রাতে সেস্নাভাকিয়া দল যেভাবে খেলেছে, তাদের জন্য সম্মান ছাড়া আর কিছু নেই।' ২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো এবং অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যানেজার দিয়েগো সিমিওনের অনুরূপ অঙ্গভঙ্গির পূর্ববর্তী ঘটনা ২০,০০০ ইউরো জরিমানা হলেও নিষিদ্ধ হয়নি।