প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হতে যাচ্ছে :কলম্বিয়া কোচ
কোপা আমেরিকা ২০২৪
প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকার ৪৮তম আসর চলছে। দেখতে দেখতে শেষের পথে গ্রম্নপ পর্ব। যেখানে প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে পয়েন্ট হারানোয় সমালোচকদের তীব্র সমালোচনায় পড়েছিল ব্রাজিল। এতে করে কঠিন হয়ে যায় তাদের টুর্নামেন্টে টিকে থাকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। প্যারাগুয়ের বিপক্ষে ওই ম্যাচে নিজেদের আসল রূপ দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
একঝাঁক তরুণদের নিয়ে কোপা আমেরিকায় খেলছে ব্রাজিল। শুরুটা যদিও আশাজাগানিয়া ছিল না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দল কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে। পরের ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করায় ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল মোটামুটি নিশ্চিত বলা যায়। প্যারাগুয়ে-কোস্টারিকা ম্যাচে অতিমানবীয় কিছু না ঘটলে এখন গ্রম্নপসেরা হওয়ার লড়াইয়ে আজ বুধবার সকাল ৭টায় মাঠে নামবে ব্রাজিল। প্রতিপক্ষ টানা ২৫ ম্যাচ অপরাজিত কলম্বিয়া।
গ্রম্নপ 'ডি' থেকে কলম্বিয়া এরই মধ্যে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। সান্টা ক্লারায় আজ ড্র করলেই তাদের গ্রম্নপ সেরা হওয়া নিশ্চিত। এই ম্যাচে তাদের জিততেই হবে, অন্তত এক পয়েন্ট নিতে হবে।
এমনটা হলে তবেই নিশ্চিত হবে ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। কোনোভাবে যদি কলম্বিয়ার কাছে তারা হেরে যায় সেক্ষেত্রেও কোয়ার্টারের স্বপ্ন টিকে থাকবে সেলেসাওদের সামনে। এজন্য অবশ্য কঠিন সমীকরণের সামনে দিয়ে যেতে হবে তাদের।
একই সময়ে অর্থাৎ বুধবার যুক্তরাষ্ট্রের কিউটু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় 'ডি' গ্রম্নপ থেকে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে কোস্টারিকা ও প্যারাগুয়ে। সে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ব্র্রাজিলকে।
এ ম্যাচে যদি কোস্টারিকা কমপক্ষে ৪-০ গোলে প্যারাগুয়েকে পরাজিত করে তাহলে পয়েন্ট সমান হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টারে চলে যাবে ব্রাজিল। কেননা এই মুহূর্তে ব্রাজিলের পয়েন্ট ৪, গোল +৩ আর কোস্টারিকার পয়েন্ট ১, গোল -৩। তাই কলম্বিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেই কোয়ার্টারে চলে যাবে সেলেসাওরা।
কিন্তু ব্রাজিল যদি কলম্বিয়ার কাছে নূ্যনতম ১-০ গোলে হারে তাহলে প্যারাগুয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেলেই কোয়ার্টারে চলে যাবে কোস্টারিকা। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে কোনোভাবেই হারা যাবে না।
দুইটি করে ম্যাচ শেষে কলম্বিয়া ৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার। ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল। ১ পয়েন্ট নিয়ে তিনে কোস্টারিকা। সবার শেষে অবস্থান প্যারাগুয়ের।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে কলম্বিয়ার জয়ের পালস্নাই ভারী। সর্বশেষ ৬ দেখায় মাত্র দুটি ম্যাচে ব্রাজিল জয়ের দেখা পেয়েছে। তার পরেও সেলেসাওদের বিপক্ষে নিজেদের ফেভারিট মনে করছেন না কলম্বিয়া কোচ নেস্তর লরেঞ্জো। দলটা ব্রাজিল বলেই এমন মন্তব্য তার, 'ব্রাজিলের বিপক্ষে হলে কেউ ফেভারিট হতে পারে না। কারণ ব্রাজিলের সমৃদ্ধ ইতিহাস।'
গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে এই কলম্বিয়ার কাছেই ব্রাজিল ২-১ গোলে হেরেছে। কিন্তু আর্জেন্টিনায় জন্ম নেওয়া লরেঞ্জো মনে করেন, ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা ভিন্ন চ্যালেঞ্জ জানাবে তাদের, 'দেখুন পরিস্থিতি ভিন্ন। যদিও একই খেলোয়াড়রা খেলবে। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলব বলেই গুরুত্বটা দেই। তাছাড়া দরিভাল জুনিয়রের অধীনে যে কৌশল অনুসরণ করা হবে সেটাও এক হবে না।'