কোয়ার্টার ফাইনালে স্পেন

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ওয়ালটন জাতীয় ফুটভলি প্রতিযোগিতায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ ও নারী বিভাগে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডভাইজার এফএম ইকবাল বিন আনোয়ার, সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মোহাম্মদ সোহেল রানা ও বাংলাদেশ আনসারের সহকারী পরিচালক মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। এ সময় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মো. ওবায়দুর রহমান, সহকারী পুলিশ কমিশনার আমানউলস্নাহ ও ফুটভলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আজম আলী খানসহ অন্যরা উপস্থিত ছিলেন -ওয়েবসাইট
পর্তুগালকে হারিয়ে চমক দেখানো জর্জিয়া কোনো মেজর টুর্নামেন্টে অভিষেকেই শেষ ষোলো নিশ্চিত করে ফেলে। নকআউটে তাদের প্রতিপক্ষ ছিল স্পেন, যাদের কাছে গত বছর ইউরো বাছাইয়ের দুই ম্যাচ মিলে ১০ গোল হজম করেছিল। মূল পর্বে তারা এগিয়ে গেলেও সুবিধা করতে পারেনি। কোলনে রোববার রাতে ফুটবলপ্রেমীদের চোখ জুড়ানো পারফরম্যান্স উপহার দিয়েছে স্পেন। শেষ ষোলোর ম্যাচের শুরুতে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৪-১ গোলে জিতেছে তারা। রদ্রির গোলে প্রথমার্ধেই সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল করেন ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। এদিন জর্জিয়াকে ৪-১ গোলে জর্জিয়াকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের চতুর্থ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে স্পেন।