ছক্কার বিশ্বকাপ

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
টি২০ বিশ্বকাপের এবারের আসরে ৯৬টি বল করেছেন পাকিস্তানের মোহাম্মদ আমির। তবে একটিও ছয় হজম করেননি। এ নিয়ে দুই বিশ্বকাপে ছয় হজম না করা প্রথম বোলার হলেন তিনি। ২০১০ সালের আসরে ১৩৯ বল করলেও তাকে ছয় হাঁকাতে পারেননি কেউ। মোট ৫১৭টি ছক্কা হয়েছে এবারের বিশ্বকাপে। এবারের বিশ্বকাপের ছয় নিয়ে এমন আরও কয়েকটি তথ্য : ছক্কার সংখ্যায় পাঁচশ ছাড়ানো প্রথম টি২০ বিশ্বকাপ এটা। মোট ৫১৭টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা। আগের সর্বোচ্চ ছক্কার আসর ছিল ২০২১, সেবার হয়েছিল ৪০৫টি ছক্কা। দল হিসেবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছে সহআয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ৬২ ছক্কা নিয়ে তারা তালিকায় সবার উপরে, চ্যাম্পিয়ন ভারত হাঁকিয়েছে ৬১ ছক্কা। সর্বনিম্ন একটি ছক্কা উগান্ডার। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ছক্কা নিকোলাস পুরানের। ধুন্ধুমার এই ব্যাটার ১৫৬ বলের মুখোমুখি হয়ে মেরেছেন ১৭টি ছক্কা। চমক দেখানো আফগানিস্তানের রহমানউলস্নাহ গুরবাজ হাঁকিয়েছেন ১৬ ছক্কা। ছক্কা হাঁকাতে পারেননি এমন উলেস্নখযোগ্য কয়েকজন হচ্ছেন- আজম খান, অ্যান্ড্রু বালবার্নি, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, হজরতউলস্নাহ জাজাই, ইফতিখার আহমেদ, উইল জ্যাকস, ইমাদ ওয়াসিম, জাকের আলী, ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, সৌম্য সরকার, পল স্টার্লিং, উসমান খান ও কেন উইলিয়ামসন। ভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যম মাইখেলের তথ্যমতে, সবচেয়ে বড় ছক্কাটা রভম্যান পাওয়েলের। গ্রম্নপ পর্বে ১০৭ মিটার ছয় হাঁকান তিনজন। সর্বোচ্চ ছক্কার বিশ্ব আসর অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয়ছে। উগান্ডা ও নিউজিল্যান্ড ম্যাচে ছক্কা হয়নি একটিও। বিশ্বকাপে নবাগত দেশটি অলআউট হয়ে যায় ৪০ রানে, জবাবে ১০ উইকেটে জয় পায় কিউইরা। এই বিশ্বকাপে মোট ৬টি করে ছয় হাঁকিয়েছেন তিনজন ব্যাটার। তারা হলেন- রিশভ পান্ত, অক্ষর প্যাটেল ও চারিথ আসালাঙ্কা।