আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আজ ২ জুলাই, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস ২০২৪। ১৯২৪ সালের এই দিনে ফ্রান্সে আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা (এআইপিএস) প্রতিষ্ঠিত হয়। এ দিনটিকে স্মরণে রেখেই প্রতি বছর ক্রীড়া সাংবাদিকতা দিবস পালন করা হয়। বাংলাদেশেও প্রতি বছরের মতো পালিত হচ্ছে দিবসটি। ১৯৯৫ সাল থেকে এআইপিএসের বিশ্বজুড়ে 'অ্যাফিলিয়েটেড' সংস্থাগুলো দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালন করছে। বাংলাদেশে এর স্বীকৃত সংস্থা হচ্ছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। এখন পর্যন্ত বাংলাদেশসহ প্রায় ১৬৭টি দেশ এই ক্রীড়া সাংবাদিক সংস্থার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশে এআইপিএসের একমাত্র স্বীকৃত ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া লেখকদের প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি এবং তার আঞ্চলিক সংস্থাগুলোও ১৯৯৫ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবারই দিবসটি উদযাপন করছে। মূলত বিশ্বজুড়ে ২ জুলাই এ দিনটি পালন করা হয় ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা এবং গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে।