বিসিবির সভায় উঠছে 'টাইগারদের বিশ্বকাপ পারফরম্যান্স'

বিপিএলের পেস্নয়ার ড্রাফট সেপ্টেম্বরে

প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
২০২৫ সালের জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল'র পরের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে পেস্নয়ার্স ড্রাফটের সময় চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বিপিএলের পেস্নয়ার্স ড্রাফট -ফাইল ফটো
২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে কেবল দুই ম্যাচ জেতে বাংলাদেশ। চরম ব্যর্থতার পর গঠন করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। লম্বা সময় নিয়ে ব্যর্থতার কারণ খোঁজার চেষ্টা হলেও তাদের অনুসন্ধানে কি বেরিয়ে এসেছে, তা জানানো হয়নি। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপ নিয়েও চলছে ব্যাপক আলোচনা। এবারও তেমন কোনো কমিটি করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। টি২০ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) পরিচালনা পরিষদের প্রথম সভা হতে যাচ্ছে মঙ্গলবার। নিয়মিত রুটিন অনুযায়ী এই সভা হলেও তাতে আলোচনায় থাকবে বাংলাদেশ দলের বিশ্বকাপ পারফরম্যান্স। আজ মঙ্গলবার বিকেল ৩টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সভা। সেখানে আনুষ্ঠানিক এজেন্ডায় পূর্বাচলে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজের অগ্রগতি, আসন্ন নারী টি২০ বিশ্বকাপ থাকছে। তবে নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্সও আলোচনায় উঠবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, 'মঙ্গলবার আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।' খাতায় কলমে এবার টি২০ বিশ্বকাপের মূল পর্বে ইতিহাসের নিজেদের সবচেয়ে বেশি তিন ম্যাচ জিতেছে বাংলাদেশ। তবে এই তিন জয়ের দু'টিই ছিলো আইসিসি সহযোগী দেশ নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে। বাকিটা শ্রীলংকার বিপক্ষে। সুপার এইটে উঠে বাংলাদেশ একটি ম্যাচও জিততে পারেনি। বড় দুই দল অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বিন্দুমাত্র লড়াই করতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনাল সমীকরণ থাকলেও সেই লক্ষ্য সাহস দেখাতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে হারের পর শান্তদের সমালোচনা চলছে তুমুল। দলের নেতিবাচক মানসিকতায় বিস্ময় প্রকাশ করতে দেখা \হগেছে সাবেক ক্রিকেটারদেরও। এদিকে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন প্রকাশ্যেই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সমালোচনা করেছেন। বোর্ড সভায় তাই হাথুরুসিংহের পারফরম্যান্স নিয়েও কথা উঠতে পারে। বিশ্বকাপ শেষ হলেও দলের পারফরম্যান্স নিয়ে এখনো কথা বলতে দেখা যায়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। তিনিও মঙ্গলবার গণমাধ্যমের সামনে আসতে পারেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরনো ৬ দলের অংশগ্রহণ এখনো নিশ্চিত না হলেও ড্রাফটের প্রাথমিক সময়সূচি বিবেচনা করে রেখেছে বোর্ড। আজ মঙ্গলবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হবে। গতকাল সোমবার মিরপুরে বোর্ড সভার এজেন্ডা জানাতে গিয়ে বিপিএলের বিষয়টি জানান প্রধান নির্বাহী নিজাম \হউদ্দিন চৌধুরী সুজন। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'বিপিএলের গত আসরে যারা খেলেছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশিরভাগ দল (আগামী আসরে) অংশগ্রহণ নিশ্চিত করেছে। দুই-একটা দল জানায়নি। তারা জানালে পরের পদক্ষেপ ঠিক করব।' সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ড্রাফট হতে পারে, 'আমরা এরই মধ্যে একটা (সময়) নির্ধারণ করেছি পেস্নয়ার্স ড্রাফটের। এরপর স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। পেস্নয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে।' সবশেষে বিপিএলে অংশ নেওয়া ফ্র?্যাঞ্চাইজিগুলো হলো- কুমিলস্না ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কোন ফ্র?্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি সেটা জানাননি বিসিবি'র এই কর্তা। গত আসরে কুমিলস্না হারিয়ে চ্যাম্পিয়ন হয় বরিশাল। এর আগে দশম আসর অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি-ফেব্রম্নয়ারিতে। জানুয়ারির শুরুতে সাধারণত বিপিএল মাঠে গড়ায়। জাতীয় নির্বাচনের কারণে সেটি যায় তৃতীয় সপ্তাহে। এবারও সবকিছু বিবেচনা করে বিপিএলের সময়সূচি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী, 'এফটিপিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা অ্যাডজাস্ট করে নেই। যদি কোনো ক্ষেত্রে বিবেচনা করার প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব'-বলেছেন সুজন।