কোপা আমেরিকায় জয়ে ফিরল ব্রাজিল

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকার শুরুটা ভীষণ বিবর্ণ ছিল ব্রাজিল দলের। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ে মাঠ ছেড়েছে তারা। ওই ম্যাচের কৌশল নিয়ে চলে তুমুল সমালোচনা। তাতে বেড়ে যায় আরও চাপ। কারণ প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেলে বেজে যাবে বিদায় ঘণ্টা। অবশেষে দ্বিতীয় ম্যাচে মাথা তুলে দাঁড়ালো সেলেসাওরা। প্রয়োজনের সময় জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। তরুণ ফরোয়ার্ড জোড়া গোল করে দলকে দেখালেন পথ। ফলে প?্যারাগুয়েকে হারিয়ে শেষ আটের পথে এগিয়ে গেল ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার সকালে কোপা আমেরিকায় 'ডি' গ্রম্নপের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলে জেতে দরিভাল জুনিয়রের দল ব্যাজিল। লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে দুই গোল করে জয়ের নায়ক ভিনিসিয়াস। একটি করে গোল করেন সাভিনিয়ো ও লুকাস পাকেতা। স্কোর লাইন যা বলছে, ম্যাচে লড়াই হয়েছে এর চেয়ে অনেক বেশি। ৫৪ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিল গোলের জন্য শট নেয় ১৭টি, এর ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে প্যারাগুয়ে নেয় ১৫ শট, তাদেরও ছয়টি ছিল লক্ষ্য বরাবর। দুই অর্ধে দুটি পেনাল্টি পেয়ে একটি কাজে লাগায় ব্রাজিল, ব্যর্থ হয় অন্যটিতে। ২ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ব্রাজিল। টানা দুই হারে তলানিতে প্যারাগুয়ে। একই দিনের অন্য ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রম্নপের শীর্ষে কলম্বিয়া। টানা দুই জয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা কোস্টারিকার সম্ভাবনা বেঁচে আছে কাগজে-কলমে। ঠিক যে কারণে ব্রাজিলিয়ান ফুটবল বিখ্যাত সেই সাম্বার ঝলকটা আজ মেলে ধরেছেন ভিনিসিয়াস। প্রথম ম্যাচে সমালোচনার মুখে পড়েছিলেন। যার জবাবটা সাম্বা জাদুতেই দিয়েছেন তিনি। যদিও শুরুটা আহামরি ছিল না। ম্যাচের ১৫ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল প্যারাগুয়ে। দামিয়ান বোদোদিলস্নার শট ডাইভ করে দারুণ দক্ষতায় ব্রাজিল গোলকিপার আলিসন সেভ করেছেন। ব্রাজিলের তুলনায় গোলের জন্য শটও ছিল তাদের বেশি ৮-৫! তাছাড়া পেনাল্টি কিক মিস করেছেন পাকেতা। তার পর অবশ্য ৩৫ মিনিটের আগ পর্যন্ত ডেড লক ভাঙার লড়াইটা ব্রজিল চালিয়ে গেছে। ১৫ মিনিটে আসে ৩ গোল! যার প্রথমটি আসে ভিনির কল্যাণে। ৪৩ মিনিটে স্কোর ২-০ করেন সাভিনিহো। ৪৫+৫ মিনিটে সাম্বার ঢেউ তুলে স্কোর ৩-০ করেছেন ভিনি। এখন গ্রম্নপ 'ডি' থেকে চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কলম্বিয়ার পরেই আছে ব্রাজিল। কোস্টারিকাকে শনিবার ৩-০ গোলে হারিয়ে কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র কিংবা জয়ে নকআউট নিশ্চিত করবে ব্রাজিল। কোস্টারিকার চেয়ে গোল ব্যবধানেও এগিয়ে ৯ বারের চ্যাম্পিয়নরা। তাই ম্যাচ হারলেও সেলেসাওদের সম্ভাবনা শেষ হয়ে যাবে না। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হওয়াতেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল ব্রাজিলের। কারণ কোপায় আগের ৫ দেখাতেই ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। কিন্তু ২ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ৪-০ গোলের ম্যাচ জেতার নজির থাকায় প্রেরণার অভাব ছিল না। তার পরেও এই ম্যাচের ফল কী হতে পারে সেটা নিয়ে ছিল সংশয়। এখন গ্রম্নপ 'ডি' থেকে চার পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা কলম্বিয়ার পরেই আছে ব্রাজিল। পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র কিংবা জয় নিশ্চিত করবে নকআউট। কোস্টারিকার চেয়ে গোল ব্যবধানেও এগিয়ে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তাই ম্যাচ হারলেও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ হওয়াতেই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল ব্রাজিলের। কারণ কোপায় আগের ৫ দেখাতেই ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। কিন্তু ২ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ৪-০ গোলের ম্যাচ জেতার নজির থাকায় প্রেরণার অভাব ছিল না। তার পরেও এই ম্যাচের ফল কী হতে পারে সেটা নিয়ে ছিল সংশয়। তার ওপর ছিল উত্তেজনাপূর্ণ মুহূর্ত। হলুদ কার্ড বের হয়েছে ৫টি। ছিল একটি লাল কার্ড। আন্দ্রেস কুবাসকে ৮১ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে। যার কারণে শেষ দিকে দশ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। ব্রাজিলের হয়ে হলুদ কার্ড পেয়েছেন ওয়েন্ডেল, ভিনিসিয়াস ও পাকেতা। প্যারাগুয়ের হয়ে কার্ড দেখেছেন ফাবিয়ান বালবুয়েনা ও কাবেলেরো। ব্রাজিল কোচ অবশ্য এই দিনও কৌশল বদলে করে বিতর্কের জন্ম দিয়েছেন। শুরুর একাদশে রাফিনহাকে না নামিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন। যার ফলাফলটা শেষ পর্যন্ত কাজে দিয়েছে। ৭২ মিনিটে এই রাফিনহা অবশ্য সাভিনিয়োর বদলি হয়ে খেলতে নেমেছিলেন।