নারী টেস্ট ক্রিকেটের ৯০ বছরের রেকর্ড ভাঙল ভারত

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে টেস্টে ১৯৭ বলে ২০৫ রানের ইনিংস খেলেছেন ভারতীয় ব্যাটার শেফালি ভার্মা -ওয়েবসাইট
আন্তর্জাতিক নারী টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল ভারত। গেল ৯০ বছরের নারী টেস্ট ক্রিকেটে কোনো দল যা করতে পারেনি, গতকাল শনিবার সেটিই করে দেখিয়েছে ভারতীয়রা। এক ইনিংসে ৬০০ রানের কোটা পার করেছে তারা। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে একমাত্র টেস্টে ৬ উইকেটে ৬০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এতে নারী ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করে হারমানপ্রিতের দল। এর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৯ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। গতকাল অসিদের সেই রেকর্ড ভেঙে দেয় ভারত। ভারতের রানপাহাড়ে চড়ার পেছনে কৃতিত্ব দিতে হবে দুই ওপেনারকে। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯২ রান করেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি সবচেয়ে বড় উদ্বোধনী জুটি। এদিন নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রম্নততম ডাবল সেঞ্চুর হাঁকানোর রেকর্ড করেন শেফালি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যানাবেল সাথারল্যান্ড। এ ছাড়া মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন শেফালি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ২০৫ রানের ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান তিনি। আরেক ওপেনার মান্দানা করেন ১৬১ বলে ১৪৯ রান। ২৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ইনিংস সাজিয়ে ডেলমি টাকারের বলে ডার্কসেনের হাতে ক্যাচ হন তিনি। এ ছাড়া ৯৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জেমিনা রদ্রিগেজ। অধিনায়ক হারমানপ্রিত কাউর করেন ১১৫ বলে ৬৯ রান। ৯০ বলে ৮৬ রানের আরও একটি দুর্দান্ত ইনিংস খেলে রিচা ঘোষ এলবিডবিস্নউয়ের ফাঁদে পড়লে ইনিংস ঘোষণা করে ভারত।