দীর্ঘমেয়াদি পরিকল্পনা না থাকায় বারবার ভরাডুবি টাইগারদের

'যারা ভালো দল তারা সাধারণত ২-৪ বছরের টার্গেট নিয়ে পরিকল্পনা করে। যেমন বিশ্বকাপ যদি ৫০ ওভারের হয়, চার বছর পর কি হবে, সেটা নিয়েই আগায়। টি২০তেও একই বিষয়। টি২০ ফরম্যাট তরুণ খেলোয়াড়দের জন্য অনেক ভালো। যাদের গতি বেশি, শক্তি-সামর্থ্য আছে, তাদের জন্য ভালো। প্রতিটি বড় দল কিন্তু তাদেরই নিচ্ছে।'

প্রকাশ | ৩০ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া প্রতিবেদক
আকরাম খান
ক্রিকেট নিয়ে দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা না থাকার কারণেই বারবার বৈশ্বিক টুর্নামেন্টে ভরাডুবি হয় টাইগারদের- এমন মন্তব্য করেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও ক্রিকেটারদের নেতিবাচক অ্যাপ্রোচের সমালোচনা করেছেন তিনি। বড় টুর্নামেন্ট নিয়ে বড় দলগুলোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা থাকে। বাংলাদেশের এমন কোনো পরিকল্পনা না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন আকরাম, 'যারা ভালো দল তারা সাধারণত ২-৪ বছরের টার্গেট নিয়ে পরিকল্পনা করে। যেমন বিশ্বকাপ যদি ৫০ ওভারের হয়, চার বছর পর কি হবে, সেটা নিয়েই আগায়। টি২০তেও একই বিষয়। টি২০ ফরম্যাট তরুণ খেলোয়াড়দের জন্য অনেক ভালো। যাদের গতি বেশি, শক্তি-সামর্থ্য আছে, তাদের জন্য ভালো। প্রতিটি বড় দল কিন্তু তাদেরই নিচ্ছে।' আফগানিস্তান ম্যাচে টাইগারদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ম্যাচে ১২.১ ওভারে রান তাড়া করলে সেমিফাইনালে যেতে পারত বাংলাদেশ। তবে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, শুরুতে উইকেট হারানোর পর সেমিফাইনাল নিয়ে নয়, বরং ম্যাচ জয় নিয়ে ভাবছিলেন তারা। টাইগারদের এই নেতিবাচক মানসিকতা নিয়েই উঠছে প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানও টাইগারদের এমন মানসিকতায় কষ্ট পেয়েছেন। আকরাম বলেন, 'অ্যাপ্রোচটা আসলে ইতিবাচক থাকতে হয়। আমি হজে ছিলাম, সেখান থেকেই অনেক কষ্টে খেলা দেখেছি। তবে খেলা দেখে খুবই মর্মাহত আমি। কারণ, অনেক দল অনেক পরিকল্পনা করে বড় বড় দলকে হারিয়ে সেমিফাইনালে খেলে। তবে আলস্নাহ আমাদের ভালো সুযোগ দিয়েছিলেন। তবে সেই সুযোগটা আমরা নিতেই পারলাম না।' ১৯৯৭ সালের আইসিসি ট্রফির উদাহরণ দিয়ে আকরাম বলেন, 'কেনিয়া আমাদের সঙ্গে ১৬৬ রান করেছিল। খেলায় বৃষ্টি হয়েছিল, কার্টেল ওভারে আমরা পরিকল্পনা পরিবর্তন করেছিলাম। আমরা রফিককে ওপেনিং করিয়েছি, নান্নু ভাই তিন নম্বরে গেল। ২৭-২৮ বছর আগে আমরা যখন এই পরিকল্পনা করতে পারলাম, সেমিফাইনাল খেলার জন্য কেন পারলাম না।' তিনি আরও বলেন 'খুবই খারাপ লাগল ব্যাপারটা। আমরা সবসময় ব্যাটার বেশি নিয়ে খেলি, সেদিক থেকেও আমাদের সুবিধা ছিল। কিন্তু কোনো অ্যাপ্রোচই দেখা যায়নি। এভাবে খেললে ভালো করাটা খুবই কঠিন। দেশের মাটিতে ভালো খেলা সম্ভব হলেও দেশের বাইরে সম্ভব না।'