যুক্তরাষ্ট্রকে হারিয়ে পানামার চমক

প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
কোপা আমেরিকায় দুই অতিথি দলের লড়াইয়ে চমকে দিয়েছে পানামা। প্রায় শুরুর দিকে ১০ জনের দলে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা। বাংলাদেশ সময় শুক্রবার সকালে কনকাকাফ অঞ্চলের দুই দলের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জিতেছে পানামা। ম্যাচের শুরু থেকে উত্তাপ ছড়ানো ম্যাচে রদেরিক মিলারকে ফাউল করে ১৮তম মিনিটে লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের টিম ওইয়াহ। ৮৮ মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিককে ফাউল করে তাকে অনুসরণ করেন পানামার আদালবের্তো কারাস্কিয়া। 'সি' গ্রম্নপে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্র। তাদের পরের ম্যাচ ৬ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে গোল পার্থক্যে পিছিয়ে তিনে থাকা পানামা খেলবে দুই ম্যাচেই হেরে যাওয়া বলিভিয়ার বিপক্ষে। জর্জিয়ার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দিনটি একদমই ভালো কাটেনি যুক্তরাষ্ট্রের। দ্বাদশ মিনিটে সেসার বস্নাকমানের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক ম্যাট টার্নার। উত্তেজনাপূর্ণ ও উত্তপ্ত লড়াইয়ে ছয় মিনিট পর আরেকটি বড় ধাক্কা খায় স্বাগতিকরা। পরিণত হয় ১০ জনের দলে। ভিডিও রিভিউয়ে ফাউল দেখে ওইয়াহকে লাল কার্ড দেখান রেফারি। আর ম্যাচের ২২ মিনিটে ১৭ গজ দূর থেকে গতিময় শটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেন ফোলারিন বালুগুন। তবে এই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। চার মিনিট পরে ডি-বক্সের মাথা থেকে চমৎকার ফিনিশিংয়ে সমতা ফেরান পানামা ডিফেন্ডার বস্নাকমান। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ক্যামেরন কার্টার-ভিকার্সের ফাউলের জন্য পেনাল্টি পেয়েছিল পানামা। ভিডিও রিভিউ দেখে নিজের সিদ্ধান্ত পাল্টান রেফারি।