ফাইনালের জন্য সেরা ফর্ম তুলে রেখেছেন কোহলি : রোহিত
প্রকাশ | ২৯ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ভারত অবিশ্বাস্য পারফর্ম করে এবারের টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। কিন্তু ভক্ত-সমর্থকদের হৃদয়ে কিসের যেন একটা শূন্যতা। বিরাট কোহলির রান খরা তাদের ভাবাচ্ছে। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তার ব্যাটে রান দেখা যায়নি। ৯ রানে ইংল্যান্ডের পেসার রিস টপলি তার স্টাম্প ভেঙে দেন।
রিস টপলির ফুল লেংথ ডেলিভারি কবজির দারুণ ব্যবহারে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারলেন বিরাট কোহলি। বলের ঠিকানা সীমানার ওপারে। বারবাডোজের মাঠে যেন ফিরে এল তার সেরা সময়। কিন্তু না! এক বল পরই খানিক টেনে দেওয়া ডেলিভারি আবারও মিড উইকেট দিয়ে খেলার চেষ্টায় পরাস্ত ভারতের ব্যাটিং জিনিয়াস। বোল্ড হয়ে আরও একবার মাথা নিচু করে একরাশ হতাশা নিয়ে তিনি ধরলেন ড্রেসিং রুমের পথ।
চলতি টি২০ বিশ্বকাপে কোহলির নিয়মিত চিত্রই এটি। সাত ম্যাচে পার্থক্য গড়ার মতো একটি ইনিংসও খেলতে পারেননি তিনি। তার মতো একসঙ্গে সঙ্গে বড্ড বেমানানই বটে। বিশ্বমঞ্চে তিনি বরাবর সফল হলেও এবারের চিত্র ভিন্ন। তার ওপর অবশ্য আস্থার কমতি নেই রোহিত শর্মার। ভারতীয় অধিনায়কের আশা, ফাইনাল ম্যাচেই হয়তো সেরাটা পাওয়া যাবে কোহলির।
এই আসরে সর্বোচ্চ ৩৭ রান করেছেন কোহলি বাংলাদেশের বিপক্ষে। দ্বিতীয় সেরা রান ২৪ রান আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে তো রানের খাতাই খুলতে পারেননি। সাত ইনিংসে ১০.৭১ গড়ে কোহলি এই প্রতিযোগিতায় করেছেন মাত্র ৭৫ রান। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিশ্বাস, কোহলিকে সেরা ফর্মে দেখতে আর বেশি দেরি নেই। রোহিত বলেন, 'দেখুন, বিরাট একজন উঁচুমানের ক্রিকেটার। যে কোনো সময় এ অবস্থার (ছন্দহীনতা) মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনো ক্রিকেটারের পরিচায়ক নয়। তাকে দেখে ভালো মনে হচ্ছে। তাছাড়া তার ভালো ব্যাটিংয়ের তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছেন।'
আজ শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনাল খেলবে ভারত। দুই অপরাজিত দলের লড়াই নিয়ে রোহিত বললেন, 'আমরা খুব শান্ত ছিলাম। ফাইনালের মর্ম আমরা বুঝি। আমাদের সংযত থাকা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আমরা বেশ ধীরস্থির ছিলাম এবং সেটা আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা আমাদের সেরাটা দিতে চেষ্টা করব। ফাইনালে আরেকটি ভালো পারফরম্যান্সের ব্যাপারে আমরা সবাই দারুণভাবে আশাবাদী হতে পারি।'