শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

শ্রীলংকার হেড কোচ সিলভারউডের পদত্যাগ

ক্রীড়া ডেস্ক
  ২৮ জুন ২০২৪, ০০:০০
শ্রীলংকার হেড কোচ সিলভারউডের পদত্যাগ

টি২০ বিশ্বকাপ ব্যর্থতায় শ্রীলংকার পরামর্শক কোচের পদ ছেড়েছেন মাহেলা জয়াবর্ধনে। এক দিন পর পদত্যাগের ঘোষণা দিলেন দলের হেড কোচ ক্রিস সিলভারউডও। তবে ইংলিশ এই কোচ চাকরি ছাড়ার পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন। আরও বেশি সময় দিতে চান পরিবারকে।

চলতি টি২০ বিশ্বকাপের গ্রম্নপ পর্ব থেকেই বাদ পড়ে শ্রীলংকা। দলের এই ব্যর্থ অভিযানের পর পদত্যাগ করেছেন প্রধান কোচ ক্রিস সিলভারউড। যদিও পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণই দেখিয়েছেন। ক্রিকেট শ্রীলংকা এক বিবৃতিতে জানিয়েছে সিলভারউডের বিদায়ের খবর। পদত্যাগপত্রে ইংলিশ এই কোচ লিখেছেন, 'আন্তর্জাতিক কোচ হওয়ায় প্রিয়জনের কাছ থেকে লম্বা সময় দূরে থাকতে হয়। পরিবারের সঙ্গে লম্বা আলোচনার পর ভালো মনে দেশে ফিরে যাওয়ার এবং তাদের সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সমস্ত খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফ ও ক্রিকেট শ্রীলংকার কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। তাদের সমর্থন ছাড়া ভালো কাজ করতে পারতাম না।'

এবার বিশ্বকাপে 'ডি' গ্রম্নপে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় শ্রীলংকা। এর আগে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও হতাশায় শেষ হয় তাদের। নিশ্চিত করতে পারেনি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাও। সিলভারউডের অধীনে অবশ্য কিছু সাফল্য আছে শ্রীলংকার। ২০২২ সালে টি২০ সংস্করণের এশিয়া কাপ তার কোচিংয়ে জিতেছিল শ্রীলংকা ক্রিকেট দল। ২০২৩ ওয়ানডে এশিয়া কাপের ফাইনালও খেলে দলটি।

৪৯ বছর বয়সি ইংলিশম্যান শ্রীলংকার দায়িত্ব নেন ২০২২ সালে। তার আগে ইংল্যান্ডের হেড কোচ ছিলেন তিনি। তার অধীনেই শ্রীলংকা টি২০ ফরম্যাটের এশিয়া কাপ ঘরে তোলে। পরের বছর খেলে এশিয়া কাপের ফাইনালেও। তার পর অবশ্য ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স ছিল ভীষণ হতাশার। ৯ ম্যাচে ৭ পরাজয়ে নবম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করে তারা। চলতি টি২০ বিশ্বকাপে তো সুপার এইটেই উঠতে ব্যর্থ হয়েছে। বিদায় নিয়েছে গ্রম্নপ পর্বে। সিলভারউড বিদায়কালে বলেন, 'আন্তর্জাতিক কোচ হওয়া মানে ভালোবাসার মানুষের কাছ থেকে লম্বা সময়ের জন্য দূরে থাকা। তাই পরিবারের সঙ্গে দীর্ঘ আলাপের পর ভারাক্রান্ত হৃদয় নিয়েই বলতে হচ্ছে, বাড়ি ফিরে যাওয়ার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর এটি সঠিক সময়।'

আর শ্রীলংকা ক্রিকেট দলের হয়ে কাজ করাটাকে গর্বের মনে করছেন সিলভারউড। তার কথা, 'লংকানদের ক্রিকেটের সঙ্গে থাকতে পারাটা আমার জন্য ভীষণ গর্বের। আমি এখান থেকে অনেক স্মৃতি নিয়ে যাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে