সাবিনাদের প্রতিপক্ষ ভুটান
প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
লেবাননে চার জাতির টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ। এর পরিবর্তে ভুটানে গিয়ে তাদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সাবিনা খাতুনরা। বুধবার নারী ফুটবল কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, 'লেবাননে আমাদের যাওয়া হচ্ছে না। এই মুহূর্তে আরও ভালো দল পাওয়া কঠিন। তাই ভুটানে গিয়ে খেলতে হচ্ছে।'
১১ ও ১৪ জুলাই থিম্পুতে ম্যাচ দুটি হবে। বাংলাদেশ সবশেষ ঢাকার মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলেছিল। নারী দলের ইংলিশ কোচ পিটার বাটলারও চাইছিলেন, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেলুক মেয়েরা। অক্টোবরে রয়েছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে লাল-সবুজ দলকে পরখ করে নিতে চান সাবেক এই ইংলিশ ফুটবলার।