মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলা
প্রকাশ | ২৮ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
ল্যাটিন আমেরিকার সবচেয়ে খর্ব শক্তির দল ভাবা হয় ভেনেজুয়েলাকে। কখনো বিশ্বকাপেও খেলা হয়নি তাদের। সেই দলটাই মেক্সিকোর মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। বৃহস্পতিবার সকালে মেক্সিকোকে ১-০ ব্যবধানে হারালো হুগো শ্যাভেজের দেশ। যদিও আগের ১৩ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে জয়হীন ছিল ভেনেজুয়েলা। কোপা আমেরিকায় এসে সেই ধারায় ছেদ টেনেছে তারা।
ম্যাচের দ্বিতীয়ার্ধে পাওয়া পেনাল্টি থেকে একমাত্র লক্ষ্যভেদে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়েছে। 'বি' গ্রম্নপের এই ফলাফলে জ্যামাইকা বিদায় নিয়েছে। আর ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে মেক্সিকো। ২১ মিনিটে জেরার্দো আরতেগার শটও চলে যায় লক্ষ্যভ্রষ্ট হয়ে। ৩৪ মিনিটে রনডনের শট পোস্টে লেগে প্রতিহত হলে গোলবঞ্চিত হয় ভেনেজুয়েলা। আর ম্যাচের ৫৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলের সুযোগ পায় ভেনেজুয়েলা। কুইনোনেস ডি-বক্সের ভেতর ফাউল করে রনডনকে।
রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ৫৭ মিনিটে আর কোনো ভুল করেননি ভেনেজুয়েলার সর্বকালের সর্বোচ্চ স্কোরার রোন্ডন। জন আরাম্বুকে বক্সে ফেলে দিয়েছিলেন জুলিয়ান কুইনোন্স। তার পর মেক্সিকো কিপার জুলিও গঞ্জালেসকে বোকা বানিয়ে জাল কাঁপান সালোমন রোন্ডন।
আর শেষ দিকে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল মেক্সিকোও। ৮৭ মিনিটে হ্যান্ডবলের দারুণ পায় পেনাল্টি। কিন্তু ওরবেলিন পিনেদার স্পট কিক নিচু হয়ে বাম দিকে ঝাঁপিয়ে রুখে দেন রাফায়েল রোমো। শেষ পর্যন্ত ১-০ গোলের জয়েই কোপার কোয়ার্টার নিশ্চিত করে তারা। প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারানোর পর এই ম্যাচ জেতায় ভেনেজুয়েলার পয়েন্ট হয়েছে ৬। তাতে এক ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
মেক্সিকো পরবর্তী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। এই ম্যাচেই নির্ধারিত হবে গ্রম্নপ থেকে আর কে শেষ আটে যাচ্ছে। শেষ আটে যেতে মেক্সিকোর সামনে জয়ের বিকল্প নেই। ভেনেজুয়েলা এখন শেষ ম্যাচে ড্র কিংবা জ্যামাইকার বিপক্ষে জিতলে গ্রম্নপ সেরা হয়ে পরবর্তী পর্বে যাবে। তাহলে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এড়াতে পারবে।