৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে শীর্ষে দুই ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মনন রেজা নীড় আড়াই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে আছেন। দুই পয়েন্ট নিয়ে তিন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, জিয়াউর রহমান ও এনামুল হোসেন এবং আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান আছেন দ্বিতীয় স্থানে।
জাতীয় দাবার বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। তিনি দ্বিতীয় রাউন্ডে ফিদে মাস্টার নীড়ের সঙ্গে ড্র করেছিলেন। মঙ্গলবার তৃতীয় রাউন্ডও ড্র করেছেন আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদের সঙ্গে। নিয়াজ সোমবার আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের বিপক্ষে ড্র করেছিলেন। সেই ম্যাচে ৮ চালের পর মঙ্গলবারও দ্রম্নত সময়ে নিয়াজ ড্র করেছেন ১৫ চালে। দাবায় দুই খেলোয়াড় সম্মত থাকলে সমঝোতার ড্র বৈধ।
সম্ভাবনাময় দাবাড়ু মনন রেজা নীড় দুর্দান্ত খেলছেন। আগেরদিন জিএম রাজীবকে রুখে দেওয়ার পর মঙ্গলবার নীড় বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হককে পরাজিত করেন। নীড় সাদা ঘুঁটি নিয়ে ইতালিয়ান গেম পদ্ধতিতে খেলে ৫৬ চালের মাথায় ফিদে মাস্টার নাইম হকের বিপক্ষে জয় পান। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিনকে পরাজিত করেন। ফিদে মাস্টার জিয়া সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিপক্ষে খেলে ৬৮ চালের মাথায় জয়ী হন। ছেলে জিতলেও গ্র্যান্ডমাস্টার বাবা জিয়াউর রহমান ড্রয়ের বৃত্তে রয়েছেন। জিয়া ড্র করেছেন পলস্নী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর সঙ্গে। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাদা ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিং পদ্ধতিতে খেলে ৩২ চালে অনত চৌধুরীর সঙ্গে ড্র করেন।