আগামী ১৯ জুলাই থেকে শ্রীলংকার ডাম্বুলায় শুরু হবে উইমেন্স এশিয়া কাপ, শেষ হবে ২৮ জুলাই। গতবার সাতটি দল অংশ নিলেও এবারের আসরে দলের সংখ্যা আটটি। সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের সূচিতে ২১ জুলাই দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত-পাকিস্তানের ম্যাচটি থাকলেও এখন উদ্বোধনী দিনে ম্যাচটি
এগিয়ে আনা হয়েছে।
উদ্বোধনী দিনে বিকালে নেপাল ও আরব আমিরাতের ম্যাচের পর সন্ধ্যায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। ১৯ জুলাই ও ২১ জুলাইয়ের সূচিতে কিছু পরিবর্তন আসলেও অন্যগুলো আগের মতোই থাকছে।
দল সংখ্যা একটি বাড়ার কারণে বদল এসেছে ফরম্যাটেও। গত আসরে গ্রম্নপ পর্বে সবগুলো দলই একে অন্যের মুখোমুখি হয়। এবার আটটি দলকে দুটি গ্রম্নপে ভাগ করা হয়েছে। গ্রম্নপ 'এ'-তে ভারত, পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও আরব আমিরাত। আর গ্রম্নপ 'বি'-তে স্বাগতিক শ্রীলংকার সঙ্গে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও থাইল্যান্ড। দুই গ্রম্নপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। ২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই ফাইনাল হবে।