ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুললেন ইনজামাম!

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ইনজামাম উল হক ও আরশদীপ সিং
চলতি টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ভারত। সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর তাদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম উল হক। অভিযোগটা তিনি তুলেছেন পেসার আরশদীপ সিংয়ের বিরুদ্ধে। তার মতে, ১৫তম ওভারে সুইংয়ের জন্য বলটাকে আগেই প্রস্তুত করা হয়েছিল! চলমান টুর্নামেন্টে ভারতের এই তরুণ পেসার দারুণ ছন্দে আছেন। এখন পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় উইকেট শিকারিও তিনি। যদিও ইনজামাম তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন এভাবে, '১৫তম ওভারে আরশদীপ রিভার্স সুইং পাচ্ছিল। নতুন বল হিসেবে এত আগে রিভার্স সুইপ, বিষয়টাতে আম্পায়ারদের নজর রাখা উচিত ছিল। এর মানে ১৫তম ওভারের আগেই বলটাকে সেভাবে প্রস্তুত করা হয়েছে। হতে পারে ১২-১৩তম ওভারে।' অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে ইনজামাম তখন কথাগুলো বলছিলেন নিউজ টুয়েন্টি ফোর পাকিস্তানকে। বিশেষজ্ঞ প্যানেলে সেখানে উপস্থিত ছিলেন- আরেক সাবেক পাক ক্রিকেটার সেলিম মালিক। তিনিও একই সুরে কথা বলেছেন। তিনি মন্তব্য করেছেন, কিছু দলের বেলায় আম্পায়াররা চোখ বন্ধ করে থাকেন। ভারত তাদের মধ্যে অন্যতম। তখন বল টেম্পারিংয়ের দিকে ইঙ্গিত করে ইনজামাম বলেছেন, 'আমি এটা বলছি কারণ, ব্যাপারটাতে পাকিস্তান থাকলে অনেক কথা উঠত। আমরা ভালো করেই জানি, রিভার্স সুইং কী। আর আরশদীপের মতো কেউ যদি সেটা পেয়ে যায়, তাহলে বুঝতে হবে, বল নিয়ে গুরুতর পর্যায়ের কিছু হয়েছে।' বোলারটা আরশদীপ হওয়াতেই অভিয়োগটা তুলেছেন ইনজামাম। তার কথা, জাসপ্রিত বুমরাহ এমন সুইং পেলে সেটা বোধগম্য ছিল। কারণ, তার বোলিং অ্যাকশন। কিন্তু আরশদীপের বেলায় নয়।