১২ বছরে সর্বনিম্নর্ যাংকিংয়ে সাকিব

প্রকাশ | ২৭ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
টি২০ বিশ্বকাপ শুরুর আগে অলরাউন্ডারর্ যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে বিশ্বকাপের ব্যর্থতা তাকে অনেক পিছিয়ে দিয়েছে। এই মুহূর্তে টি২০ অলরাউন্ডারর্ যাংকিংয়ে সাকিব আছেন ৬ নম্বরে। গত ১২ বছরে এত নিচে কখনই ছিলেন না বাংলাদেশের বাঁহাতি এই অলরাউন্ডার। চলতি টি২০ বিশ্বকাপে মঙ্গলবার সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়ে শেষ হয়েছে টি২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। আফগানদের বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের নবম আসরে সাবেক অধিনায়ক সাকিবের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ব্যাট হাতে একটি ম্যাচেই কেবল ভূমিকা রাখতে পেরেছিলেন। বোলিংয়ে ছিলেন সাদামাটা। সব মিলিয়ে প্রভাব পড়েছের্ যাংকিংয়ে। বিশ্বকাপে ৭ ম্যাচে ১৮.৫ গড় ও ১০৬.৭৩ স্ট্রাইকরেটে করেছেন ১১১ রান। ৭.৫০ ইকোনমিতে নেন ৩ উইকেট। গত সপ্তাহে শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে ছিলেন সাকিব আল হাসান। বুধবার প্রকাশিতর্ যাংকিংয়ে দেখা গেছে, তিন ধাপ পিছিয়ে টি২০তে অলরাউন্ডারর্ যাংকিংয়ে এখন তার অবস্থান ৬ নম্বরে। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২০৬। শুধু সাকিবের অবস্থানই নয়, টি২০তে অলরাউন্ডারর্ যাংকিংয়ের প্রথম তিনটি স্থানেই পরিবর্তন হয়েছে। ২২২ রেটিং নিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই ও তিনে থাকা মোহাম্মদ নবী ও হার্দিক পান্ডিয়ার রেটিং ২১৪ ও ২১৩। এক ধাপ এগিয়েছেন হাসারাঙ্গা। নবী ও পান্ডিয়া এগিয়েছেন দুই ও চার ধাপ। লংকান অধিনায়ক শীর্ষে ওঠায় অলরাউন্ডারর্ যাংিকিংয়ে সিংহাসন খুঁইয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। তিন ধাপ পিছিয়ে এখন তার অবস্থান চার নম্বরে। অলরাউন্ডারেরর্ যাংকিংয়ের পাশাপাশি সাকিব পিছিয়েছেন টি২০ বোলারদের তালিকাতেও। চার ধাপ পিছিয়ে তিনি অবস্থান করছেন ৪০ নম্বরে। সাকিবের অবনতি হলেও উন্নতি হয়েছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা দুই বোলার তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনের। এবারের টি২০ বিশ্বকাপে রিশাদ ৭.৭৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। বোলারদেরর্ যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৪ নম্বরে অবস্থান রিশাদের। চার ধাপ এগিয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন তানজিম সাকিব। বাংলাদেশের তরুণ পেসার এবারের বিশ্বকাপে ৬.২০ ইকোনমিতে নিয়েছেন ১১ উইকেট। এদিকে, ব্যাটসম্যানদেরর্ যাংকিংয়ে শীর্ষস্থান খুঁইয়েছেন সূর্যকুমার যাদব। তাকে পেছনে ফেলে ব্যাটসম্যানদেরর্ যাংকিংয়ে শীর্ষে এখন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। এক ধাপ পিছিয়ে সূর্যকুমার এখন দুইয়ে। বিশ্বকাপে দলের সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার হেড। আফগানিস্তানের বিপক্ষে শূন্যতে ফেরার আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেন ৩১ রান। এই পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে প্রথমারের মতো শীর্ষে উঠলেন তিনি। টি২০'র বোলারদের র?্যাংকিংয়ে এগিয়েছেন রিশাদ, তানজিম ও শেখ মেহেদি হাসান। সুপার এইটের তিন ম্যাচে ৭ উইকেট নিয়ে রিশাদের উন্নতি ৩ ধাপ। ৪৪ ধাপ এগোনো ভারতের জাসপ্রিত বুমরাহ ও সতীর্থ তাসকিন আহমেদের সঙ্গে ২৪তম স্থানে আছেন এই লেগ স্পিনার। ভারতের বিপক্ষে দুই উইকেট নেওয়া তানজিমের অগ্রগতি ৪ ধাপ। এই পেসারের অবস্থান ৬৫তম। আর ৫ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে মেহেদি। টি২০ বোলারদের মধ্যে আগের মতোই শীর্ষে ইংলিশ লেগ স্পিনার আদিল রাশিদ। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান। আর এই সংস্করণের অলরাউন্ডারদের মধ্যে প্রথমবারের মতো শীর্ষে জায়গা করে নিয়েছেন শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গত সপ্তাহে চূড়ায় ওঠা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস তিন ধাপ নিচে নেমে যাওয়ায় ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন হাসারাঙ্গা। দুই ধাপ এগিয়ে দুইয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবী। ভারতের হার্দিক পান্ডিয়ার অগ্রগতি ৪ ধাপ, আছেন তিন নম্বরে।