আফগানিস্তানের বিপক্ষে হারের ধাক্কায় তখন বিহ্বল বাংলাদেশের ভক্ত-সমর্থকরা। ম্যাচ হারের চেয়ে সেমিফাইনালের সমীকরণ মেলাতে না পারা কিংবা সেই লক্ষ্যে প্রশ্নবিদ্ধ অ্যাপ্রোচ তখন টাইগার-সমর্থকদের ধাক্কা দিয়েছে প্রবলভাবে। কিন্তু ধাক্কার যে তখনো বাকি! যখন কিনা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত স্পষ্ট করে জানালেন, তাদের অগ্রাধিকারের মধ্যে সেমিফাইনাল সমীকরণ ছিলই না! শুরুতে তারা চেষ্টা করবেন, তবে উইকেট হারালে কোনোরকম জেতার চেষ্টাই থাকবে মুখ্য!
বাংলাদেশে অধিনায়কের মুখে এমন অবিশ্বাস্য কথা হজম হওয়ার কথা নয় কারো। এমন রক্ষণাত্মক ও উদ্দেশ্যবিহীন পরিকল্পনায় শুধু অধিনায়ক নন, নিশ্চিতভাবে কোচ ও টিম ম্যানেজমেন্টের অন্যরাও যুক্ত থাকেন। তবে অধিনায়কের দায়টাই সবচেয়ে বেশি। ক্রিকেট মূলত অধিনায়ক নির্ভর খেলা, তার সিদ্ধান্তের প্রভাবই সবচেয়ে প্রবল।
সংবাদ সম্মেলনে গুছিয়ে কথা বলেন বলে সুনাম শান্তর। আফগানদের কাছে হেরেও গুছিয়েই কথা বলেছেন। তবে তার সেসব কথা এতটাই নেতিবাচক চিন্তায় ভরপুর যে গোটা বাংলাদেশ দলের সংস্কৃতিকে তুলে দিয়েছে কাঠগড়ায়। শান্ত বলেছেন, 'প্রথমত আমরা ম্যাচটা জিততে চেয়েছি। শুরুর পরিকল্পনা সেটিই ছিল। প্রথম ইনিংস পরে যখন স্কোর-বোর্ডে তাদের রান ১১৫ আমরা দেখলাম, আমাদের একটি পরিকল্পনা ছিল যে আমরা ১২.১ ওভারে জিততে পারি।'
'আমাদের পরিকল্পনা ছিল প্রথম ছয় ওভারে চেষ্টা করব। যদি ভালো শুরু করি, শুরুতে উইকেট না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নেব (সেমিতে যাওয়ার)। কিন্তু যখন আমাদের দ্রম্নত তিন উইকেট পড়ে গেল, তখন আমাদের পরিকল্পনা ছিল কীভাবে ম্যাচটা জিততে পারি।'
অবিশ্বাস্যভাবে হলেও সত্যি পুরস্কার বিতরণী আয়োজন ও সংবাদ সম্মেলন মিলিয়ে এসব কথাই বেরিয়েছে বাংলাদেশ অধিনায়কের মুখ দিয়ে। যেকোনো উইকেটেই ১২.১ ওভারে ১১৬ রান করা বাংলাদেশ দলটির জন্য সহজ না। হঁ্যা, সেন্ট ভিনসেন্টের মাঠের কঠিন উইকেটে সেটা অনেক বেশি চ্যালেঞ্জের। কিন্তু সেই চ্যালেঞ্জ না দিয়ে স্রেফ পানসে একটা জয় নিয়ে বাংলাদেশ দলের লাভটা কী ছিল? সেই তো বিশ্বকাপ থেকে বিদায়। যখন হাতের কাছে কঠিন হলেও সেমিফাইনালে যাওয়ার অভাবনীয় একটা সুযোগ এসেছে, সেই চেষ্টায় কেন পুরোপুরি ঝাঁপাবে না একটা দল? এবং অধিনায়ক পরে স্বীকার করে নিয়ে বলবেন, তারা নিরাপদ পথে হেঁটে জিততেই চেয়েছেন কেবল। সেই জয়ে কিছু অর্থপ্রাপ্তি ছাড়া গৌরবের কিছু ছিল না। তাও যদিও পরে সেটাও করতে পারেনি বাংলাদেশ।
এবার বিশ্বকাপে ৭ ম্যাচে শান্ত স্রেফ ১৬ গড় ও ৯৫.৭২ স্ট্রাইকরেটে করেছেন ১১২ রান। টি২০তে এমনিতেই শান্তর পরিসংখ্যান বেশ নাজুক। ৪৬টা ম্যাচ খেলে ২৩.২৮ গড়ে ৯০৮ রান করলেও তার স্ট্রাইকরেট মাত্র ১০৭.৭১। তার ব্যাটিংয়ের ধরনের সঙ্গে এই সংস্করণ যায় কিনা এই প্রশ্ন আগেই উঠেছে। তবে অধিনায়কত্বের কারণে খেলে যাচ্ছিলেন তিনি। যদিও তার নেতৃত্ব অনেকবার প্রশংসাও পেয়েছে। কিন্তু চলতি টি২০ বিশ্বকাপের সুপার এইটের মঞ্চে দুটি চলিস্নশ ছাড়ানো ইনিংসে সামান্য রানের দেখা পেলেও এবার নেতৃত্ব করল হতাশ। তিন ম্যাচেই এমন কিছু রক্ষণশীল মনোভাব তিনি দেখালেন যেটাতে তাকে নিয়ে এই সংস্করণে বাজি ধরা কঠিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের কথা তো বলা হলোই। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আগের দুই ম্যাচেও তিনি দেখিয়েছেন তার নেতিবাচক চিন্তার ছাপ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং পাওয়ার পর বলেছিলেন, 'উইকেট বেশ ভালো, এখানে ১৫০-১৬০ রান করলে চ্যালেঞ্জ জানানো যাবে।' বাংলাদেশ আড়ষ্ট, জড়সড়ো হয়ে করল ১৪০ রান। যেই রান অজিদের কাছে মনে হলো তুড়ি মেরে তুলে নেওয়ার মতো। উইকেট আসলে এতটাই ভালো ছিল। সেখানে ব্যক্তিগত চিন্তা থেকে যে কেউ মন্থর খেলেননি, দলেরই পরিকল্পনা ছিল ম্যাচ হেরে তা জানান শান্ত নিজেই, 'শুরুর দিকে আমাদের একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল। কারণ আগের ম্যাচগুলোতে আমরা ভালো শুরু পাচ্ছিলাম না। কাজেই ছয় ওভার কীভাবে আমরা উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা পরিকল্পনা ছিল।'
আর ভারতের বিপক্ষে পরের ম্যাচে টস জিতে ব্যাটিং স্বর্গে শক্তিশালী প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠালেন। সেদিনও টসের সময় বলেছিলেন, 'উইকেট বেশ ভালো, ১৫০-১৬০ রানের মধ্যে আটকাতে পারলে জিততে পারব।' অর্থাৎ শান্তর কাছে ব্যাট করার জন্য ভালো উইকেট মানেও সেটা ১৬০ রানের রেঞ্জের। ফলাফল আমরা দেখলাম ভারত চড়ল ১৯৬ রানের পাহাড়ে। বাংলাদেশ পুরো ২০ ওভার খেলেও দেড়শ' রান করতে পারল না। বাংলাদেশ অধিনায়ক শান্ত নিজের ব্যাটিং ঘরানার মতোই দলের পরিকল্পনা রেখেছিলেন রয়েসয়ে। আসলে টি২০ সংস্করণে, যা করে আসলে বড় কিছুর দেখা পাওয়া খুবই মুশকিল।