শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে ভারত

ক্রীড়া ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ০০:০০
অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারে ভারত

রোহিত শর্মার ব্যাটিং তান্ডবে শুরুতেই দিশেহারা হয়ে যায় অস্ট্রেলিয়া, এক সময় মনে হচ্ছিল, ভারত ছাড়িয়ে যাবে আড়াইশো। শেষ পর্যন্ত তা না হলেও দুশো ছাড়ানো পুঁজি ঠিকই পেয়ে যায় তারা। রান তাড়ায় ট্রাভিস হেড, মিচেল মার্শ দিশা দেখালেও ভারতের দারুণ বোলিং-ফিল্ডিংয়ে আর পেরে উঠেনি অস্ট্রেলিয়া। বড় এই হারের পর তাই সেমিফাইনালের আগে বিদায় নেওয়ার একদম কিনারে চলে গেছে মিচেল মার্শের দল।

সেন্ট লুসিয়ায় সোমবার রাতে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আগে ব্যাট করে রোহিতের ৪১ বলে ৯২ রানে ২০৫ রান সংগ্রহ করে ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে অজিরা করতে পারে ১৮১ রান। রোহিতের দল সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। আর অস্ট্রেলিয়ার সেরা চারের ভাগ্য ঝুলে ছিল বাংলাদেশের হাতে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়ই কেবল পারে অজিদের পরের ধাপে নিতে।

কিন্তু মঙ্গলবার সকালে বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। আফগানদের জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া। ৬ পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রম্নপের শীর্ষে আছে ভারত। আফগানিস্তানের পয়েন্ট ৪। অস্ট্রেয়িার বিপক্ষে ভারতের জয়ের নায়ক অধিনায়ক রোহিত। ৮ ছক্কা ও ৭ চারে ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনিই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে