শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

সময় নষ্ট করতে গুলবাদিনের অভিনয়

ক্রীড়া ডেস্ক
  ২৬ জুন ২০২৪, ০০:০০
সময় নষ্ট করতে গুলবাদিনের অভিনয়

বৃষ্টির আগে সময় নষ্ট করে সুবিধা নিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত অভিনয়ের নজির দেখালেন আফগান ক্রিকেটার গুলবাদিন নাইব। ধারাভাষ্য কক্ষ তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে বিষয়টি নিয়ে ঠাট্টায় মেতে উঠেন অনেকেই। এমন দৃশ্য বিরলই বলা যায়! একজন খেলোয়াড় চোটে কাতড়ালেও সবাই সেটাকে নাটক বা অভিনয় বলে মনে করছেন। জিম্বাবুয়ের ধারাভাষ্যকার পমি মবঙ্গোয়া তো গুলবাদিনকে অস্কার কিংবা এমি পুরস্কার দিতে বললেন।

ঘটনাটি ঘটে ম্যাচের ১২তম ওভারে। বাংলাদেশের বিপক্ষে হারলেই টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো আফগানিস্তানকে। আর সেমিফাইনালে উঠত অস্ট্রেলিয়া।

ম্যাচে তখন এগিয়ে আছে আফগানিস্তান। সে সময়ই আবহাওয়া বিরূপ হয়ে উঠল। তখনই সময় নষ্ট করার জন্য ড্রেসিংরুম থেকে ইশারা দিতে থাকেন আফগান কোচ জোনাথন ট্রট। কোচের ইশারা পেয়ে ক্র্যাম্পের অভিনয় করে পায়ে হাত দিয়ে বসে পড়েন স্স্নিপে দাঁড়ানো গুলবাদিন।

এমন একটা ভান করলেন, যেন এটা ফুটবল মাঠ, আর ফাউল করা হয়েছে তাকে। ডিএলএস পার স্কোরে তখন ২ রানে এগিয়ে আফগানিস্তান। এদিকে এসেছে বৃষ্টি। মাঠ কভারে ঢেকে দেওয়ার আগে যাতে আর খেলা না হয় এজন্য সাবেক আফগান অধিনায়কের এই অভিনয়।

ব্যাপারটা টিভি পর্দায় ধরা পড়েছে স্পষ্ট। এমন কাজ করে সমালোচনার সাগরে ভাসছেন নাইব। এই অলরাউন্ডারের কাজ দেখে বিরক্তি প্রকাশ করেন অধিনায়ক রশিদ খানও। গুলবাদিনকে জিজ্ঞেস করেন, এমন করছেন কেন? যদিও গুলবাদিন স্বাভাবিক হতে হতে মাঠে চলে আসে কভার।

এই ঘটনায় ধারাভাষ্যকার ইয়ান স্মিথ টুইটারে লিখেছেন, 'গত ছয় মাস ধরে আমার হাঁটু খারাপ। আমি খেলার পরে সরাসরি গুলবাদিন নাইবকে নিয়ে ডাক্তারকে দেখাতে যাচ্ছি। তিনি এই মুহূর্তে বিশ্বের অষ্টম আশ্চর্য।'

ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, 'গুলবাদিনের জন্য লাল কার্ড।'

সেই কান্ডের পর বোলিংয়ে এসে অবাক করে দেন গুলবাদিন। শুধু তা-ই নয়, ১৫তম ওভারে বোল্ড করেন তানজিম হাসানকে। পরে তো সেমিফাইনালে উঠে ইতিহাসই গড়ে ফেলল আফগানিস্তান। তবে গুলবাদিনের 'অভিনয়' কারো চোখ এড়ায়নি।

তা নিয়ে ইএসপিএন ক্রিকইনফোতে তামিম ইকবাল বলেন, 'মানুষের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে। আমার মনে হয়, অনেকেই এমনটা করত। আবার অনেকে এমনটা করত না। তাই এটা ব্যক্তিগত বিষয়, আমি সেটাকে ভালো বা খারাপ কোনোভাবেই দেখি না। আবেগের জায়গা থেকে ব্যাপারটি বুঝতে পারছি। যেভাবে তা সাজানো হয়েছে, এটা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু এমন পরিস্থিতিতে সময় নষ্ট করাটা এবারই প্রথম দেখিনি আমরা এবং এটা শেষবারও নয়। এমনটা অনেকবার হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে