ব্রাজিলকে রুখে দিয়েছে কোস্টারিকা

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষের গোলমুখে ১৯টি শট নিল ব্রাজিল। কিন্তু সুযোগ নষ্টের মহড়ায় কাঙ্ক্ষিত গোল থাকল অধরাই। রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একবার বল জালে জড়ালেও অফসাইডে তা বাতিল হলো। আরেকবার দুর্ভাগ্যজনকভাবে শট বাধা পেল পোস্টে। ফলে বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে অসংখ্য সুযোগ হারিয়ে গোল শূন্য ড্র দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল সেলেসাওরা। একই দিন 'ডি' গ্রম্নপের আরেক ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। আর এ-ই প্রথম ব্রাজিল ও কোস্টারিকার কোনো ম্যাচ ড্র হলো। আগের ১১ লড়াইয়ের ১০টিতেই জিতেছিল ব্রাজিল, একটিতে কোস্টারিকা। ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় দরিভাল জুনিয়রের দল, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে সেগুলো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পোস্টের নিচে ব্যস্ত দিন কাটানো পাত্রিক সেকেইরা। বিপরীতে একরকম 'বেকার' ছিলেন ব্রাজিল গোলরক্ষক আলিসন ব্রেকার। কোস্টারিকার দু'টি শটের একটিও ছিল না লক্ষ্যে। ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে একটু ঢিমেতালে শুরু হওয়া ম্যাচে সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। ডান দিক থেকে দানিলোর লম্বা পাস পেয়ে দারুণ গতিতে এগিয়ে যান রাফিনহা। তবে দুরূহ কোণ থেকে গোলের চেষ্টায় সফল হননি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ফরোয়ার্ড। পোস্ট ঘেঁষে দাঁড়ানো কোস্টারিকা গোলরক্ষক পাত্রিক সেকেইরা কর্নারের বিনিময়ে রক্ষা করেন হাঁটু দিয়ে। পাঁচ মিনিট পর একটুর জন্য জালের দেখা পাননি রদ্রিগা। ২৫ মিনিটে রদ্রিগোরে দুর্দান্ত পাসে ফের সুযোগ পান পাকেতা। এবার শট নেন অনেকটা গোলরক্ষক বরাবর। হাত ওপরের দিকে তুলে ঠেকিয়ে দেন সেকেইরা। পরের মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে! একের পর এক আক্রমণে কোস্টারিকাকে প্রবল চাপে রাখা ব্রাজিল ২৯ মিনিটে বল পাঠায় জালে। কিন্তু ভিএআর রেফারির সঙ্গে তিন মিনিটের বেশি সময় কথা বলে অফসাইডের বাঁশি বাজান রেফারি। দ্বিতীয়ার্ধেও একই রকম আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ৬০ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগও আসে। রাফিনহার নিচু ক্রসে ভিনিসিয়াসের ফ্লিকে পেনাল্টি স্পটের কাছে বল পান রদ্রিগো। তার দ্রম্নত নেওয়া শটে হাক্সেল কিরোসের দারুণ বস্নকে বাড়ে ব্রাজিলের অপেক্ষা। তিন মিনিট পর পাকেতার তীব্র গতির শট ফিরে আসে পোস্ট কাঁপিয়ে। আরও একবার গোলের দুয়ার থেকে ফেরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৮৬ মিনিটে বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় রদ্রিগোর সঙ্গে ধাক্কায় পড়ে যান সেকেইরা। বল নিয়ন্ত্রণে নিলেও সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রিগো। সুযোগ এসেছিল এর পরেও কিন্তু ফিনিশিংয়ে দুর্বলতায় জালের দেখা পায়নি ব্রাজিল।