ক্যারিবিয়ান ক্রিকেটে প্রাণ ফেরানোর তৃপ্তি উইন্ডিজ অধিনায়কের

প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
উৎসবের বাদ্যি থেমে গিয়ে অ্যান্টিগায় তখন বাজছে বিদায়ের রাগিনী। গ্যালারিভরা দর্শক মাঠ ছেড়ে যাচ্ছেন আশাভঙ্গের বেদনাকে সঙ্গী করে। দেশের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গেছে সেমিফাইনালে ওঠার আগেই। ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও মন ভার। তবে হতাশার সেই আবহেও গর্বের উপকরণ খুঁজে পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। র্ যাংকিংয়ে তলানির দিক থেকে গত কিছুদিনে অনেকটা ওপরে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ দল। এবারের বিশ্বকাপে ক্যারিবিয়ানের দ্বীপ থেকে দ্বীপে এই দলকে ঘিরে দেখা গেছে প্রবল আগ্রহ। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এই দুটি তৃপ্তিকে সঙ্গী করে সামনে ছুটতে চান ক্যারিবিয়ান অধিনায়ক। একাধিক টি২০ বিশ্বকাপজয়ী প্রথম দল ওয়েস্ট ইন্ডিজ এবার দেশের মাঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু তা ভেস্তে গেছে নক-আউট পর্বের আগেই। গ্রম্নপ পর্বে চার ম্যাচের সবকটি জিতলেও সুপার এইটে সেই ধারা ধরে রাখতে পারেনি তারা। ইংল্যান্ডের কাছে হারার পর সোমবার উত্তেজনাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে নিশ্চিত হয় তাদের বিদায়। টি২০ বিশ্বকাপে দাপট দেখিয়ে গ্রম্নপ পর্ব পেরিয়ে সুপার এইটে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে জয় পেলেও হারকে সঙ্গী করতে হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে। সবশেষ প্রোটিয়াদের বিপক্ষে জয়ের আশা জাগিয়ে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখলেও শেষপর্যন্ত সফল হতে পারেনি। হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে স্বাগতিকদের। এমন হারের জন্য ব্যাটারদের ব্যর্থতার কথা টানলেন ক্যারিবীয় অধিনায়ক রোভম্যান পাওয়েল। হারের কারণ ব্যাখ্যায় ৩০ বর্ষী পাওয়েল বলছেন, 'ছেলেদের কৃতিত্ব দিতে হবে, তারা শেষপর্যন্ত লড়াই করে গেছে। এমন একটি দিন যে, ব্যাটারদের পারফরম্যান্স ভুলে যেতে চাইবেন। ইনিংসের মাঝের সময়টা খুবই বাজে ব্যাটিং করেছি। তবে উইকেট সহজ ছিল না, বিশেষ করে শুরুর দিকটা। নিজেদের মাঝের ওভারগুলোতে তারাও ক্রমাগত উইকেট হারিয়েছে। বোলাররা সোজা হয়ে দাঁড়াতে দেয়নি। এমন বোলিং প্রশংসার দাবিদার। বোলিংয়ে নামার আগে নিজেরা বলেছিলাম, সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। সেটাই করেছি। ১৩৫ রানের পুঁজি নিয়েও আমরা চেষ্টা করে গেছি।'