বলিভিয়ার অপেক্ষা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের সহজ জয়
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
'ভালো খেলোয়াড়দের নিয়ে কোনো মহাদেশীয় প্রতিযোগিতায় জয় ছাড়া একটা দশক কেটে যেতে পারে না'- কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের আগে আক্ষেপ নিয়ে বলেছিলেন বলিভিয়া কোচ আন্তোনিও কার্লোস জাগো। সেই অপেক্ষা বেড়েছে আরও। জয় দিয়ে তার প্রায় ১০ বছরের খরা কাটানোর আশা উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় সোমবার সকালে 'সি' গ্রম্নপের ম্যাচে ২-০ গোলে জিতেছে স্বাগতিকরা। ক্রিস্টিয়ান পুলিসিক শুরুতেই যুক্তরাষ্ট্রকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধের শেষদিকে ব্যবধান বাড়িয়েছেন ফোলারিন বালুগুন।
আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে বলিভিয়াকে চেপে ধরে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবশেষ ৩১ ম্যাচে কেবল এক জয় পাওয়া বলিভিয়া পিছিয়ে পড়তে পারত ২০ সেকেন্ডেই! বালুগুনের ব্যর্থতায় সেবার বেঁচে যায় দলটি।
গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। তৃতীয় মিনিটে ডি বক্সের মাথা থেকে দর্শনীয় এক গোল করে দলকে এগিয়ে নেন পুলিসিক। ৬৯ ম্যাচে এটি তার ৩০তম গোল। ২০১৬ সালে বলিভিয়ার বিপক্ষেই নিজের প্রথম গোল করেছিলেন তিনি। ৪৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে যুক্তরাষ্ট্র।