৪৮তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে হোঁচট খেয়েছেন সর্বাধিকবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ফিদে মাস্টার শেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেছেন জিয়া। বাবার পয়েন্ট খোয়ানোর দিনে ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও ড্র করেছেন বিমানের ফিদে মাস্টার নাইম হকের সঙ্গে। রোববার প্রথম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান আরেক আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন সাগরের সঙ্গে এবং ফিদে মাস্টার খন্দকার আমিনুল অনতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেন।
গ্র্যান্ডমাস্টার জিয়ার পয়েন্ট হারানোর দিনে অবশ্য শুভসূচনা করেছেন অন্য দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও এনামুল হোসেন রাজীব। রাজীব ফিদে মাস্টারক দেবরাজ চ্যাটার্জিকে এবং নিয়াজ মোর্শেদ তার শিষ্য অমিত বিক্রমকে পরাজিত করেন। নিয়াজ তার শিষ্যকে হারালেও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার মনন রেজা নীড়ের কাছে হারেন।
জাতীয় দাবার বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব কালো ঘুঁটি নিয়ে ক্যাটালন ওপেনিং পদ্ধতির ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জির বিরুদ্ধে খেলে ৩৪ চালের মাথায় জয়ী হন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা নিয়ে রেটি ওপেনিং পদ্ধতিতে খেলে ৪১ চালের মাথায় জয়ী হন। ফিদে মাস্টার মনন রেজা নীড় সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার আব সুফিয়ান শাকিলের ক্যারো-কান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৯ চালের মাথায় জয়ী হন।
জাতীয় দাবায় ১৪ জন দাবাড়ু খেলছেন। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১৩ রাউন্ড খেলার পর সর্বোচ্চ পয়েন্টধারী জাতীয় চ্যাম্পিয়নের স্বীকৃতি পাবেন। শীর্ষ পাঁচজন হাঙেরীতে দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পাবেন। তাই এবারের জাতীয় প্রতিযোগিতায় বাড়তি আকর্ষণ দাবাড়ুদের।