নবাগত যুক্তরাষ্ট্র সুপার এইটে উঠবে- বিশ্বকাপ শুরুর আগে এমনটা কজনই বা ভেবেছিল? চলমান টি২০ বিশ্ব আসরের নবম সংস্করণে ব্যাট আর বলের দু্যতি ছড়িয়ে নিজেদের অভিষেক বিশ্বকাপে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিল মোনাংক প্যাটেলের যুক্তরাষ্ট্র। গ্রম্নপ পর্বে পাকিস্তান ও কানাডাকে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে মার্কিনিরা।
আইসিসির নিয়ম অনুযায়ী সেরা আটে কোয়ালিফাই করা দলগুলো সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সেই অর্থে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করা যুক্তরাষ্ট্র দলের ক্রিকেটাররা মনে করছেন, সেই বিশ্বকাপের দিকেই নজর দিয়ে এখন থেকেই তাদের প্রস্তুতি শুরু করা দরকার।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে যুক্তরাষ্ট্রের অলরাউন্ডার হারমিত সিং বলেন, 'এখন থেকেই কাজ শুরু হয়েছে। আগামীকাল নয়, আমাদের মাথায় এখন থেকেই পরিকল্পনা শুরু হয়েছে। ২০২৬ বিশ্বকাপে আমরা কেমন হতে যাচ্ছি তা আমাদের ভাবতে হবে। এখন থেকে তখন পর্যন্ত, এই যাত্রায় আমাদের ব্যক্তিগতভাবে কাজ করতে হবে। তারপরে ইউএসএ (যুক্তরাষ্ট্র) ক্রিকেট আমাদের প্রচুর খেলা এবং প্রশিক্ষণের সুযোগও দেবে। তারপর ২০২৬ বিশ্বকাপের সেই প্রস্তুতিটি আসবে এবং আমরা সেরা রেজাল্ট পাব।'