ক্রীড়া পর্যটন উন্নয়ন বিষয়ক কর্মশালা আজ
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া প্রতিবেদক
দেশের পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে 'ক্রীড়া পর্যটন উন্নয়ন' বিষয়ক একটি কর্মশালা আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। দেশের সব ক্রীড়া ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকরা এই কর্মশালায় অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ টু্যরিজম বোর্ড ও জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আখতারুজ্জামান খান কবির। যিনি এক সময় টু্যরিজম বোর্ডেরও শীর্ষ কর্মকর্তা ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ টু্যরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ টু্যরিজম বোর্ডের উপপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান। আলোচনায় অংশ নেবেন সাবেক অতিরিক্ত সচিব ও পর্যটন বিশেষজ্ঞ জাবেদ আহমেদ, ন্যাশনাল অলিম্পিক অ্যাকাডেমির পরিচালক মো. মাহফুজুর রহমান সিদ্দিকী, মার্কেট এন ট্রান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ। কর্মশালায় উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।