মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

বাবরদের ব্যাপারে কোনো সন্দেহ নেই পিসিবির

ক্রীড়া ডেস্ক
  ২২ জুন ২০২৪, ০০:০০
বাবরদের ব্যাপারে কোনো সন্দেহ নেই পিসিবির

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হেরে টি২০ বিশ্বকাপের গ্রম্নপপর্ব থেকেই বিদায় হয়ে গেছে পাকিস্তানের। এরপর থেকে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকরাও। তাদের মধ্যে কেউ কেউ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছে বাবর আজমদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা। একইসঙ্গে তিনি ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় প্রমাণ দিতে বলেছেন।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান বলছে, কিছু ইউটিউবার ও সাংবাদিক নানা অভিযোগ তুলছেন বাবরদের বিরুদ্ধে। যা আবারও ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম। তবে পাকিস্তানের দলীয় সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের নেতিবাচক কোনো কর্মকান্ডে জড়িত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিশেষ করে বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটার, কোচ থেকে শুরু করে প্রতিযোগী দলগুলোর প্রতিটি সদস্যের ওপর নজরদারি চালায় আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিট। বলে রাখা ভালো, পাকিস্তানের ক্রিকেটে এর আগেও ফিক্সিংয়ের মতো ঘৃণ্য কর্মকান্ডে জড়িয়ে নিষিদ্ধ হওয়ার নজির রয়েছে। তবে বর্তমান দলে থাকা অধিনায়ক বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান কিংবা শাদাব খানদের মতো ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো বিতর্কিত কাজে জড়ানোর রেকর্ড নেই। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে