সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

ফুটবলাররা বিশ্রামে ৫২ দিনের ছুটিতে কোচ

ক্রীড়া প্রতিবেদক
  ২২ জুন ২০২৪, ০০:০০
ফুটবলাররা বিশ্রামে ৫২ দিনের ছুটিতে কোচ

বিশ্ব ফুটবলের ব্যস্ততা চরমে। একদিকে চলছে কোপা আমেরিকা, আরেক দিকে ইউরো কাপ। বাংলাদেশের শীর্ষ পর্যায়ের মাঠের ফুটবল অবশ্য এখন বিরতিতে। জাতীয় দল, লিগ কোনো প্রতিযোগিতাই আগামী মাস দুই-তিনেক নেই। এমন সময়ে জাতীয় দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা লম্বা ছুটি কাটাতে নিজ দেশে গেছেন।

বিশ্বকাপ বাছাই শেষে বাংলাদেশ দল ১৩ জুন সকালে কাতার থেকে ফেরে। এর দুই দিন পরই হ্যাভিয়ের ক্যাবরেরা স্পেনের উদ্দেশে রওনা হন। ঢাকায় আবার ফিরবেন ৯ আগস্ট ভোরে। মোট ৫২ দিন ছুটি কাটাবেন জামাল ভূঁইয়াদের কোচ। জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে ঘন ঘন ছুটি নিয়ে ইংল্যান্ড যেতেন। হ্যাভিয়ের অবশ্য বছরে দুই-তিনবারের বেশি ছুটিতে যান না। তবে সেই ছুটিগুলো আবার বেশ লম্বা। বাফুফে অবশ্য হ্যাভিয়েরকে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক দিনই ছুটি মঞ্জুর করছে।

এই বছর মার্চ উইন্ডোতে দুই ম্যাচের পর ২০ দিন ছুটি কাটিয়েছিলেন হ্যাভিয়ের। জুন উইন্ডো শেষে এবার বেশ বড় ছুটি উদযাপনে গেলেন এই স্প্যানিশ কোচ। সেপ্টেম্বর ফিফা উইন্ডোর আগে জাতীয় দলের ব্যস্ততা নেই। ঘরোয়া ফুটবলের মৌসুম শেষ হয়ে এখন চলছে দলবদল। মাঠে খেলাও নেই তাই এই ফাঁকে নিজেদের দেশেই সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন হ্যাভিয়ের। স্প্যনিশ কোচের ফলাফল, দল গঠন ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে রয়েছে বিস্তর সমালোচনা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনই এ নিয়ে বিরক্ত কোচের ওপর।

কোচের মতো ফুটবলাররাও বিশ্রামে। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ডেনমার্ক গেছেন অবসর কাটাতে। ডেনমার্ক থেকে জার্মানিতে গিয়ে ইউরোর কিছু ম্যাচ দেখেছেন। আরেক প্রবাসী ফুটবলার তারিক কাজীও ফিনল্যান্ড ফিরে গেছেন। অন্য ফুটবলাররা ঈদ কাটাতে যার যার বাড়িতে। এই অবসর সময়ে আবার কয়েকজন স্থানীয় টুর্নামেন্ট খেলছেন এমন ছবি সামাজিক মাধ্যমে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে