বাংলাদেশের বিপক্ষে তিন পেসারকে খেলানোর ইঙ্গিত রোহিতের
প্রকাশ | ২২ জুন ২০২৪, ০০:০০
ক্রীড়া ডেস্ক
আফগানিস্তানের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নেমেছিল ভারত। একজন পেসারের জায়গায় নেওয়া হয়েছিল স্পিনার কুলদীপ যাদবকে। বোলারদের দুর্দান্ত প্রদর্শনীতে জয়ে মাঠ ছাড়ে রোহিত শর্মার দল। তবে প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় দলের জন্য যে কোনো পরিবর্তনে প্রস্তুত ভারত অধিনায়ক।
ব্রিজটাউনে কেনসিংটন ওভালে বৃহস্পতিবার রাতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৮১ রান তোলে রোহিতের দল। জবাবে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে থামে আফগানিস্তান।
ম্যাচ শেষে রোহিত শর্মা বলেছেন, 'গত দুই বছরে আমরা এখানে বেশকিছু টি২০ ম্যাচ খেলেছি, তাতে কন্ডিশন নিয়ে কিছুটা ধারণা ছিল। সে অনুযায়ী পরিকল্পনা করেছি। ভালোভাবে মানিয়ে নিয়ে ১৮০ রানের সংগ্রহ করেছিলাম। যা ব্যাটারদের দুর্দান্ত প্রচেষ্টা ছিল। আর বোলিংয়ে বাকি কাজটা সেরেছে আমাদের বোলাররা।'
'বুমরাহ কী মানের বোলার এবং সে কী করতে পারে তা আমরা জানি। পরিস্থিতি বিবেচনায় তাকে স্মার্টভাবে ব্যবহার করাই গুরুত্বপূর্ণ। কারণ সে দায়িত্ব নিতে পছন্দ করে। দলের জন্য বছরের পর বছর ধরে এমন করছে।'
নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টায় শুরু হবে মাঠের লড়াই। আফগানিস্তানের বিপক্ষে ভারত তিন স্পিনার খেলালেও বাংলাদেশের বিপক্ষে এমন নাও হতে পারে, আভাস দিয়েছেন রোহিত, 'আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনো পরিবর্তন করতে প্রস্তুত। এই ম্যাচে তিনজন স্পিনার খেলানোর প্রয়োজন অনুভব করেছিলাম, সেটাই করেছি। পরের ম্যাচে যদি মনে করি তিন পেসার খেলানো প্রয়োজন, সেটাই করা হবে।'