চলতি টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ও পাকিস্তানকে পেছনে ফেলে নিজ-নিজ গ্রম্নপ থেকে সুপার এইটে খেলা নিশ্চিত করেছিল দুই স্বাগতিক দল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। কিন্তু সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে দল দুটি। তাইতো আজ শনিবার প্রথম ম্যাচে হারের স্বাদ নিয়ে দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া অন্যকিছ চিন্তা করার সুযোগ নেই ক্যারিবীয় ও আমেরিকানদের। তাই এমন এক সমীকরণকে সামনে রেখে সুপার এইটে প্রথম জয়ের লক্ষ্য নিয়ে আজ বার্বাডোজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মাঠে নামবে দুই স্বাগতিক দল। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করে ব্যাটসম্যানদের বড় ইনিংস ছাড়াই ৪ উইকেটে ১৮০ রানের লড়াকু পুঁজি পায় ক্যারিবীয়রা। দলের পক্ষে ওপেনার জনসন চার্লস সর্বোচ্চ ৩৮ রান করেন। এছাড়া ৩৬ রান করেন নিকোলাস পুরান ও অধিনায়ক রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ১৫ বলে অনবদ্য ২৮ রানের ইনিংস খেলেন শেরফানে রাদারফোর্ড।
ব্যাটসম্যানরা ১৮০ রানের পুঁজি এনে দিলেও ওয়েস্ট ইন্ডিজকে জয়ের স্বাদ দিতে পারেনি বোলাররা। ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টের সামনে অসহায় ছিলেন আকিল হোসেন-আলজারি জোসেফ-আন্দ্রে রাসেলরা।