১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে টি২০ বিশ্বকাপে সুপার এইটে উঠেছে বাংলাদেশ। এই পর্বে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরেছে টাইগাররা। শুক্রবার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও শেষদিকে রান তুলতে পারেনি তারা। নাজমুল হাসান শান্তর ৩৬ বলে ৪১ রান এবং হৃদয়ের ২৮ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ১৪০ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ঝোড়ো ব্যাটিংয়ে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলে অজিরা। এরপর বৃষ্টি বাগড়ায় খেলা আর মাঠে গড়ায়নি।
টপ অর্ডার ব্যাটাররা ফর্মে ফেরার পথে থাকায় টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার ভালো সুযোগ এখনো আছে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সুপার এইট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ঘুড়ে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা। আজ শনিবার রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গ্রম্নপপর্বে রানের জন্য লড়াই করতে হয়েছে অধিনায়ক শান্তসহ বাংলাদেশের টপ-অর্ডার ব্যাটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারা ম্যাচে রানের দেখা পেয়েছে তারা। যা ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে বাংলাদেশকে।
হারের কৈফিয়ত দিতে এসে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান শুরুতে তারা ধরে খেলার পরিকল্পনা করে নেমেছিলেন, 'শুরুর দিকে আমাদের একটু দেখে খেলারই পরিকল্পনা ছিল। কারণ আগের ম্যাচগুলোয় আমরা ভালো শুরু পাচ্ছিলাম না। কাজেই ছয় ওভার কীভাবে আমরা উইকেট হাতে নিয়ে শেষ করতে পারি এটা একটা পরিকল্পনা ছিল। যেটা আমাদের যে পরিকল্পনা ছিল ওই অনুযায়ী শেষ করতে পেরেছি (পাওয়ার পেস্ন)। আরেকটু ভালো হতে পারত। কিন্তু আমরা খুশি ছিলাম।'
টাইগারদের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। তবে ম্যাচ চলাকালে দুবার হানা দেয় বৃষ্টি। প্রথমবার বৃষ্টি থামলেও দ্বিতীয়বারের পর আর খেলা শুরু করা যায়নি। রান তোলায় এগিয়ে থাকার কারণে ডাকওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) ২৮ রানের জয় নিয়ে সুপার এইট পর্ব শুরু করেছে অস্ট্রেলিয়া।
ম্যাচে শেষে নিজেদের ফিনিশিং ভালো না হওয়ার আক্ষেপ করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি মনে করেন, বাংলাদেশের অন্তত ১৭০ রান করা দরকার ছিল। এমন হতাশার হারের পর বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, 'আমাদের ১৭০ রান করা উচিত ছিল, যেটা আমি অনুভব করেছি। এমন দলের বিপক্ষে আপনাকে কিছু কৌশল অবলম্বন করে খেলতে হবে। যেমন আমরা রিশাদকে ৪ নম্বরে তুলেছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছিলাম।'
শান্ত ফেরেন ১৩তম ওভারে। তিনি আর পাঁচ ওভার খেললে জেতার মতো পুঁজি পাওয়া যেত বলে মত তার, 'আমার মনে হয় আমি যে সময় আউট হয়েছি ওই সময় আউট না হয়ে যদি আরেকটু খেলাটা ১৭-১৮ ওভার পর্যন্ত নিতে পারতাম তাহলে ১৬০-১৭০ রানে যেতে পারত। এটাও বলব শুরুতে উইকেট একটু মন্থর ছিল, খুব যে একটা বল ব্যাটে আসছিল তা না। আমি যেটা বললাম থিতু ব্যাটার থাকা জরুরি ছিল।'
অজিদের বিপক্ষে ৪-নম্বরে রিশাদকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছিল। তবে কাজে আসেনি টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের এই সারপ্রাইজ। মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন রিশাদ। এ নিয়ে শান্তর ভাষ্য, 'রিশাদ অজি স্পিনারদের মোকাবিলা করতে চারে এসেছিল। সে বিগ-হিটার, কিন্তু আজ সে রান করতে পারেনি। সব মিলিয়ে এখানে খেলা উপভোগ করছি এবং আমি মনে করি আরও কিছু করার সুযোগ আছে। দলের টপ-অর্ডার ব্যাটারের জন্য রান পাওয়া খুবই গুরুত্বপূর্ণ ছিল।'
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো রান পেয়েছেন শান্ত। গতকাল অজিদের বিপক্ষে ৩৬ বলে ৪১ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। এ বিষয়ে শান্ত বলেন, 'দায়িত্ব নেওয়া উপভোগ করছি এবং আমি এটি করতে পছন্দ করি। এখন পর্যন্ত ঠিক আছে। আশা করি, সামনের ম্যাচে (ভারতের বিপক্ষে ম্যাচে) আরও অবদান রাখতে পারব। আমি মনে করি, আজ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে, টপঅর্ডার কিছু রান পেয়েছে। আমরা শেষ কয়েক ম্যাচে রান করতে পারছিলাম না।'
বোলারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে টাইগার দলপতি মন্তব্য, 'আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে। আমাদের পরের ম্যাচে ভারতের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব।'