কোপা আমেরিকা

ল্যাটিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর আজ শুরু

২০২৪ কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি

প্রকাশ | ২১ জুন ২০২৪, ০০:০০

ক্রীড়া ডেস্ক
ল্যাটিন অঞ্চলের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা শুরু আজ। বাংলাদেশ সময় আজ শুক্রবার ৬টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠছে। প্রথমবারের মতো কোপা আমেরিকায় খেলতে আসা কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনা দলকে ঘিরে কয়েক বছরের মধ্যে সব কিছু যেন বদলে গেছে। খরা শব্দটি দলটির সখা ছিল দীর্ঘ বছর, এখন সে শব্দের জায়গা নিয়েছে মুকুট ধরে রাখার মিশন! সেই মিশনের শুরু আর্জেন্টিনা করতে যাচ্ছে এবারের কোপা আমেরিকা দিয়ে। আসরের উদ্বোধনী ম্যাচে মেসি-ডি মারিয়াদের প্রতিপক্ষ কানাডা। আর এই প্রতিযোগিতায় কানাডা যেখানে একেবারেই নবাগত, সেখানে আর্জেন্টিনা অভিজ্ঞতায় ঋদ্ধ, সাফল্যে বাকিদের কাছে ঈর্ষণীয় এবং সব দিক থেকে এত উঁচুতে যে, অন্যদের নাগাল পাওয়াই কঠিন। উরুগুয়ের মতো ১৫টি শিরোপা দু্যতি ছড়াচ্ছে আলবিসেলেস্তেদের অর্জনের শোকেসে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সময় আজ শুক্রবার শুরু হতে যাওয়া আসরটি তাই আর্জেন্টিনার জন্য সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নেওয়ার মিশনও। লিওনেল স্কালোনির দলের পথচলা কতটা মসৃণ হবে, কানাডা ম্যাচ দিয়েই তার একটা আভাস পাওয়া যাবে। জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ অ্যারেনায় বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর ৬টায় শুরু হবে ম্যাচটি। পরিসংখ্যানকে যতই পাত্তা না দেওয়া হোক, তারপরও বর্তমানের ধারণা নিতে অতীতের পাতায় ঢু মারা সহজাত বিষয়। সে পাতা দেখাচ্ছে, ২০১০ সালে বুয়েন্স আয়ার্সে প্রীতি ম্যাচে প্রথম ও সর্বশেষ মুখোমুখি হয়েছিল এই দুই দল; কানাডা উড়ে গিয়েছিল ৫-০ গোলে। ওই ম্যাচে জালের দেখা পাওয়াদের মধ্যে বর্তমান আর্জেন্টিনা দলে আছেন কেবল আনহেল দি মারিয়া; এবারের কোপা'য় যিনি জাতীয় দলের জার্সিতে নামবেন শেষবার। ৪৮তম আসরটিতে দক্ষিণ আমেরিকার ১০টি ও উত্তর আমেরিকার ৬টি দেশ অংশ নেবে। যুক্তরাষ্ট্রের ১০টি রাজ্যের ১৪টি ভেনু্যতে হবে এই টুর্নামেন্ট। সাধারণত দক্ষিণ আমেরিকাতেই অনুষ্ঠিত হয়ে থাকে এই টুর্নামেন্ট। কিন্তু ২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফলে বিশ্বকাপ সামনে রেখে কোপার এই টুর্নামেন্টটি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা -'এ' গ্রম্নপ মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা -'বি' গ্রম্নপ 'সি' গ্রম্নপ- যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া 'ডি' গ্রম্নপ- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা